ডিবি জানালো

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেফতার বৃহস্পতিবার আদালতে তোলা হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ জুন, ২০২৫ এ ৯:৪৩ এএম
সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেফতার বৃহস্পতিবার আদালতে তোলা হবে

অবশেষে গ্রেফতার করা হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে। বুধবার দুপুর ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি আজকের প্রথাকে জানান, বিএনপির দায়ের করা শেরেবাংলা নগর থানার একটি মামলায় কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে তোলা হবে।

ডিবি জানায়, কয়েকদিন ধরেই কাজী হাবিবুল আউয়ালকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় তাকে গ্রেফতারের জন্য।

এর আগে, গত ২২ জুন রাতে পুলিশ সদর দপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা আজকের প্রথাকে জানিয়েছিলেন, হাবিবুল আউয়ালকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। যদিও সেদিন রাতেই ডিবি কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করে। এ নিয়ে শুরু হয় বিভ্রান্তি—তাহলে হাবিবুল আউয়াল কোথায়?

পরে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, "হাবিবুল আউয়ালকে এখনও গ্রেফতার করা হয়নি। যেসব তথ্য প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।"

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কাজী হাবিবুল আউয়াল জনদৃষ্টির বাইরে ছিলেন। সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে রোববার সন্ধ্যায় গ্রেফতারের পর হাবিবুল আউয়াল আবারও আলোচনায় আসেন।

২০১৮ সালের নির্বাচনে "দিনের ভোট রাতে" অনুষ্ঠানের জন্য নূরুল হুদার কমিশন সমালোচিত হয়। আর ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও দলীয় স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আয়োজনের কারণে কাজী হাবিবুল আউয়ালের কমিশন ব্যাপক বিতর্কের জন্ম দেয়। বিএনপিকে নির্বাচনে আনার প্রশ্নে তার নেতিবাচক মন্তব্যও সমালোচিত হয়।

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, রোববার রাতে বসুন্ধরা এলাকার একটি বাসায় হাবিবুল আউয়ালের অবস্থানের খবরে অভিযান চালানো হয়। তবে তিনি আগেই সেখান থেকে চলে যান। পরে আরেকটি এলাকাতেও অভিযান চালানো হয়, কিন্তু তাকে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, একই রাতে বসুন্ধরা এলাকা থেকে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলাকে গ্রেফতার করা হয়। এতে অনেকে মনে করেছিলেন, হাবিবুল আউয়ালকেই গ্রেফতার করা হয়েছে।

২০২৪ সালের নির্বাচনের পর “আমি-ডামি ভোট” নামে সমালোচিত হয় হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ভোটের হার নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ ওঠে কমিশনের বিরুদ্ধে। দুপুর ৩টা পর্যন্ত ২৭.১৫% ভোট পড়ার কথা বলা হলেও এক ঘণ্টা পর তা বেড়ে ৪০% বলা হয়। সিইসি হাবিবুল নিজেই প্রথমে ২৮% ভোট পড়ার কথা বলেন, পরে তা সংশোধন করে ৪০% উল্লেখ করেন।

আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচন ঘিরে অনিয়ম ও কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনজন সিইসি, কমিশন সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চারজন সাবেক আইজিপিকে আসামি করে রোববার মামলা করেছে বিএনপি।

রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় কে এম নূরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় হাবিবুল আউয়াল, কাজী রকিবউদ্দীন আহমেদ ও তাদের কমিশনের সদস্যদেরও আসামি করা হয়েছে।

 

আজকের প্রথা/এআর