গোপালগঞ্জ বা দেশের অন্য কোথাও ইন্টারনেট সেবা বন্ধ হয়নি


ছবি : আজকের প্রথা গ্রাফিক্স
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়েছে—এমন খবর ভিত্তিহীন ও গুজব বলে প্রত্যাখ্যান করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বুধবার (১৬ জুলাই) রাতে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গোপালগঞ্জসহ দেশের কোনো অঞ্চলে মোবাইল বা ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কোনো নির্দেশনা দেয়নি।
বিবৃতিতে বলা হয়, "সরকারের নীতিগত অবস্থান পরিষ্কার—কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন নয়। দেশজুড়ে ইন্টারনেট সেবা সচল রাখতে সরকার বদ্ধপরিকর।"
মন্ত্রণালয় আরও দাবি করে, স্বৈরাচার ও তাদের দোসরেরা অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা করছে। একই সঙ্গে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
এদিকে, বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় জেলাজুড়ে রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। অভিযোগ রয়েছে, সমাবেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালালে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
আজকের প্রথা/এআর