এস আলম পাওয়ার প্ল্যান্টের ড্রেজিং বন্ধে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর, ২০২৫ এ ৩:২৩ এএম
হাইকোর্ট। ছবি:সংগৃহীত

হাইকোর্ট। ছবি:সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীর বড়ঘোনায় অবস্থিত এস আলম পাওয়ার প্ল্যান্টের ড্রেজিং কার্যক্রম ও ব্রেকওয়াটার নির্মাণ কাজ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে এস আলম গ্রুপের কয়লাবাহী লাইটার জাহাজ ভেড়ানোকে কেন্দ্র করে স্থানীয় জেলেদের জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণ প্রদানের দাবিও উত্থাপন করা হয়েছে। এছাড়া ইকোনমিক জোন-১ ও ২ কার্যক্রম বন্ধ করার নির্দেশনাও চাওয়া হয়েছে।

গত মঙ্গলবার গানধামরা বরগুনা বহুমুখী সমবায় সমিতির সহকারী সাধারণ সম্পাদক আবুল হোসেন এ রিট দায়ের করেন। বুধবার রিটের বিষয়টি গণমাধ্যমে জানান রিটকারীর আইনজীবী।

রিটে বিবাদী করা হয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ সাইফুল আলম, এসএস পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক, বাঁশখালী উপজেলা সহকারী ভূমি অফিসারসহ মোট ১১ জনকে। আইনজীবী মোহাম্মাদ ফারুক হোসেন জানিয়েছেন, বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হবে।

স্থানীয় জেলেরা অভিযোগ করেছেন, এই জেটিঘাট দীর্ঘদিন ধরে তাদের জীবিকার কেন্দ্রস্থল হলেও কয়লাবাহী জাহাজ ভিড়ানোয় মাছ ধরার কাজে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রায় তিন হাজার জেলে নৌকা ও সাম্পান নিয়ে প্রতিদিন গভীর সাগরে মাছ ধরতে যান। কিন্তু জাহাজের কারণে বসানো জাল ছিঁড়ে যাওয়া, রাতের আঁধারে নৌকায় ধাক্কা লাগা এবং দুর্ঘটনার মতো ঘটনা নিয়মিত ঘটছে।

এমনকি নৌকা ডুবে যাওয়ার মতো গুরুতর সমস্যার অভিযোগও উঠেছে। এতে স্থানীয় জেলেরা তাদের দীর্ঘদিনের জীবিকা হারানোর ঝুঁকিতে পড়েছেন। এ পরিস্থিতি মোকাবেলায় রিটে ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য ন্যায়সঙ্গত সমাধান ও যথাযথ ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।