মধুপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিএনপি নেতার


ছবি: দূর্ঘটনায় নিহত লোকমান হোসেন
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ শোভাযাত্রায় যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় লোকমান হোসেন(৫৫) নামের বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোবুদিয়া গ্রামের কাকরাইদ - মাগন্তিনগর সড়কে মোটরসাইকেল - ট্রাকের সংঘর্ষে ঘটেছে এমন ঘটনা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যার আগে তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী অপর দুই সঙ্গীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত লোকমান মাগন্তিনগর গ্রামের ফরমান আলীর ছেলে। তিনি বেরিবাইদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। আহত বিএনপির অপর দুই জন হলেন -জামাল হোসেন ও ইন্নস আলী।
উপজেলা বিএনপি'র সভাপতি জাকির হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দলের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় যোগ দিতে সাড়ে তিনটার দিকে এলাকা থেকে দুই নেতাকে মোটরসাইকেলে বসিয়ে লোকমান মধুপুর আসছিলেন । মোটরসাইকেল চালিয়ে গোবুদিয়া মুচার বাসস্ট্যান্ড এলাকায় পৌছামাত্র বিপরীতমুখী ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে তারা তিনজন আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ নেয়ার পথে লোকমান মারা যান।
জাকির সরকার আরো জানান, ঘটনার পরপর কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের নেতৃত্বে নেতৃবৃন্দ হতাহতের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের খোঁজ নিয়েছেন ও সমবেদনা জানিয়েছেন।