ঝালকাঠি প্রেসক্লাবের নেতা খলিলুর রহমান মারা গেছেন


ছবি : সংগৃহীত
প্রবীণ সাংবাদিক কাজী খলিলুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর নেই। সোমবার ( ৮ সেপ্টেম্বর) সকাল ৯টার পর রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জীবনকাল জুড়ে সাংবাদিকতা এবং গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কাজী খলিলুর রহমান। তিনি বাংলাদেশ বেতার, দৈনিক নয়াদিগন্ত ও মাছরাঙা টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর খবরে স্থানীয় সাংবাদিক মহল ও সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
ঝালকাঠি প্রেসক্লাবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তার অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। নেতারা উল্লেখ করেছেন, তার মৃত্যু সাংবাদিকতা ক্ষেত্রের জন্য এক বড় ক্ষতি।
কাজী খলিলুর রহমানের মৃত্যুতে ঝালকাঠি জেলা সংবাদমাধ্যম এবং সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন ক্ষেত্রে শূন্যতা তৈরি হয়েছে। তিনি সদা সত্যনিষ্ঠ এবং পেশাদারিত্বের নীতি মেনে কাজ করে গেছেন, যা স্থানীয় সাংবাদিক সমাজের জন্য অনুকরণীয়।
শোকসংবাদে পরিবার, সহকর্মী এবং সাংবাদিক মহল এককভাবে জানান, তার স্মৃতিচারণ ও অবদান চিরকাল মনে রাখবে সমাজ।