জনস্বার্থে দুদকে আবেদন

জিএমপি কমিশনারের দুর্নীতি অনুসন্ধান দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট, ২০২৫ এ ৩:৩৪ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানের ব্যবহৃত ব্যক্তিগত সাদা রঙের গাড়ি ঘুস ও দুর্নীতির মাধ্যমে অর্জিত কি না, সে বিষয়ে অনুসন্ধানের আবেদন করেছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।

গত ২৮ আগস্ট (বৃহস্পতিবার) দুদক চেয়ারম্যানের কাছে করা আবেদনে আইনজীবী অ্যাডভোকেট নাদিম মাহমুদ ও ইয়াছিন আলফাজ আগামী ৩০ দিনের মধ্যে অনুসন্ধান শুরু করার আহ্বান জানান।

আবেদনে উল্লেখ করা হয়, জিএমপি কমিশনারের ব্যবহৃত গাড়িটি ঘুস ও দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়ে থাকতে পারে। বিষয়টি দুর্নীতি দমন কমিশন আইনের তফশিলভুক্ত এবং দুদকের এখতিয়ারভুক্ত। তাই দ্রুত অনুসন্ধান শুরু করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

এর আগে ২৪ আগস্ট একটি জাতীয় দৈনিক ‘পুলিশ কমিশনার থাকেন ঢাকায়, রাস্তা বন্ধ করে ঢোকেন গাজীপুরে’ শীর্ষক সংবাদ প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়, কমিশনারের প্রটোকলের কারণে উড়ালসড়ক ফাঁকা রাখতে হয়, ফলে সাধারণ মানুষের যাতায়াত বিঘ্নিত হয়। এছাড়া কমিশনারের গাড়ি সরকারি নাকি ব্যক্তিগত, সে বিষয়েও প্রশ্ন ওঠে। গাড়িতে পূর্ণাঙ্গ রেজিস্ট্রেশন নম্বর না থাকায় বিষয়টি আরও আলোচনায় আসে।

এ প্রসঙ্গে অ্যাডভোকেট নাদিম মাহমুদ গণমাধ্যমকে বলেন, “জনস্বার্থে আমরা দুদকের চেয়ারম্যান বরাবর আবেদন জমা দিয়েছি। বিষয়টি আইনি দৃষ্টিকোণ থেকে বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে।”

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, জিএমপি কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।