মস্কোয় জেলেনস্কিকে আমন্ত্রণ জানালেন পুতিন

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
৪ সেপ্টেম্বর, ২০২৫ এ ৫:২০ এএম
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কিকে। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কিকে। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি প্রশ্ন তুলেছেন, বর্তমানে এমন বৈঠকের মতো পরিস্থিতি আদৌ তৈরি হয়েছে কি না। পুতিন বলেন, “যদি প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়, তবে আমি বৈঠকের জন্য প্রস্তুত। জেলেনস্কি চাইলে যেকোনো সময় মস্কোয় আসতে পারেন।”

বুধবার (৩ সেপ্টেম্বর) চীনের রাজধানী বেইজিংয়ে ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারে বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে যোগ দেওয়ার পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। প্রায় সাড়ে তিন বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে আন্তর্জাতিক পরিসরে জোর কূটনৈতিক তৎপরতা চলছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখছেন। সম্প্রতি আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করে তিনি ঘোষণা দেন, শিগগিরই পুতিন ও জেলেনস্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

তবে এ ঘোষণা এখনও বাস্তবায়ন হয়নি। এর মধ্যেই পুতিনের শর্তসাপেক্ষ মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেন, “আমি কখনও বৈঠকের সম্ভাবনা নাকচ করিনি। কিন্তু এখন প্রশ্ন হলো, এমন বৈঠকের মতো উপযুক্ত পরিস্থিতি কি তৈরি হয়েছে?”

অন্যদিকে ইউক্রেন দ্রুতই পুতিনের এ প্রস্তাব ‘অগ্রহণযোগ্য’ বলে নাকচ করেছে। কিয়েভের অভিযোগ, পুতিন আসলে আলোচনায় আগ্রহী নন, বরং কৌশলগতভাবে বৈঠকের বিষয়টি টেনে সময়ক্ষেপণ করছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি বারবারই অভিযোগ করেছেন, রাশিয়া কূটনৈতিক প্রক্রিয়া এড়িয়ে যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছে এবং এর মধ্য দিয়ে পশ্চিমাদের কাছ থেকে ইউক্রেনের প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাধ্য করছে।

পুতিন অবশ্য দাবি করেছেন, রাশিয়া ইউক্রেনের ভূখণ্ড দখল করতে চায় না, বরং মানুষের অধিকার রক্ষার জন্য লড়ছে। তিনি আরও বলেন, “প্রতিটি দেশের মতো রাশিয়ারও নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার অধিকার রয়েছে। আমরা চাই না ইউক্রেন ন্যাটোর সদস্য হোক। যদি ইউক্রেন আলোচনায় রাজি না হয়, তবে আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে।