Something went wrong

ভেনেজুয়েলায় ৬৪৪ মেট্রিক টন স্বর্ণ ও ১,২৯৫ মিলিয়ন ক্যারেট হীরার মজুত

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
৯ জানুয়ারী, ২০২৬ এ ৬:২২ পিএম
ভেনেজুয়েলার মাটির নিচে লুকিয়ে থাকা স্বর্ণ ও হীরার সম্ভাব্য মজুত আন্তর্জাতিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার মাটির নিচে লুকিয়ে থাকা স্বর্ণ ও হীরার সম্ভাব্য মজুত আন্তর্জাতিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ। ছবি: সংগৃহীত

বিশ্বের বৃহত্তম তেলের মজুত দেশ হিসেবে পরিচিত ভেনেজুয়েলার মাটির নিচে লুকিয়ে আছে আরও অসংখ্য মূল্যবান খনিজ সম্পদ। সরকারি ও স্বাধীন সূত্রের হিসাব অনুযায়ী দেশটিতে প্রায় ৬৪৪ মেট্রিক টন স্বর্ণ এবং ১,২৯৫ মিলিয়ন ক্যারেট হীরার সম্ভাব্য মজুত রয়েছে।

ভেনেজুয়েলা বর্তমানে তেল উৎপাদনে বিশ্বের শীর্ষ অবস্থানে থাকলেও তার মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ, হীরা ও অন্যান্য খনিজ। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে প্রায় ১৬১ মেট্রিক টন স্বর্ণ সংরক্ষিত থাকলেও ‘ওরিনোকো মাইনিং আর্ক’ অঞ্চলে আরও বৃহৎ পরিমাণ অব্যবহৃত স্বর্ণ রয়েছে বলে ধারণা করা হয়। ২০১৮ সালের এক খনিজ প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে মোট স্বর্ণের পরিমাণ অন্তত ৬৪৪ মেট্রিক টন হওয়ার সম্ভাবনা রয়েছে।

হীরার ক্ষেত্রেও ভেনেজুয়েলা সমৃদ্ধ। বিভিন্ন খনিতে প্রায় ১,২৯৫ মিলিয়ন ক্যারেট হীরার মজুত থাকার অনুমান করা হয়। তবে রাজনৈতিক অস্থিরতা ও দুর্যবস্থাপনার কারণে এসব খনিজ সম্পদের একটি বড় অংশ বর্তমানে রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

সাম্প্রতিক সময়ে মার্কিন প্রশাসন দেশটিতে তেল উৎপাদন পুনর্গঠন এবং খনিজ সম্পদের ব্যবস্থাপনা সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছে। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, ভেনেজুয়েলায় ইস্পাত ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ উপাদানের যে বিশাল ভাণ্ডার মরিচা ধরে নষ্ট হচ্ছে, তা পুনরুদ্ধারে ট্রাম্প প্রশাসন কাজ করবে।

নিরাপত্তা ও আন্তর্জাতিক বাজারে সম্পদের পুনঃপ্রবেশ নিশ্চিত করার মাধ্যমে ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হলো ভেনেজুয়েলার এই মূল্যবান খনিজ সম্পদকে পুনরায় আন্তর্জাতিক অর্থনীতিতে অন্তর্ভুক্ত করা।

ভেনেজুয়েলার মাটির নিচে থাকা স্বর্ণ ও হীরার বিপুল সম্ভাবনা দেশটিকে কেবল তেলের জন্যই নয়, খনিজ সম্পদের জন্যও গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উপস্থাপন করে। রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে এই সম্পদগুলো আন্তর্জাতিক বাজারে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।