ভেনেজুয়েলায় সামরিক অভিযান টিভি শো দেখার মতো ছিল: ট্রাম্প


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় পরিচালিত সামরিক অভিযানকে ‘টেলিভিশন শো দেখার মতো’ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিযানটি শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সরাসরি পর্যবেক্ষণ করেছেন এবং এতে মার্কিন সেনাবাহিনীর দক্ষতা ও কৌশল তাকে মুগ্ধ করেছে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় পরিচালিত এই অভিযানে মার্কিন সামরিক বাহিনী যে নিখুঁত কৌশল দেখিয়েছে, তা বিশ্বের আর কোনো দেশ সহজে অনুকরণ করতে পারবে না। তার ভাষায়, অভিযান চলাকালে সেনাদের গতিশীলতা ও সমন্বয় ছিল অত্যন্ত চমকপ্রদ।
তিনি বলেন, “আমি পুরো অপারেশনটি লাইভ দেখেছি। সত্যি বলতে, আমার কাছে মনে হয়েছে যেন একটি টিভি শো দেখছি। আমাদের সেনাবাহিনীর কাজ ছিল অসাধারণ। এত নিখুঁতভাবে এই অভিযান আর কেউ পরিচালনা করতে পারত না।”
প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, এই অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এতে কোনো মার্কিন নাগরিক বা অন্য কারো প্রাণহানি ঘটেনি। তিনি বলেন, তার কাছে আসা তথ্যে জানা গেছে, অভিযানে মাত্র দু’জন আহত হয়েছেন, যা এমন একটি জটিল সামরিক অভিযানের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য।
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, অভিযানের মাত্র চার দিন আগে তিনি এর অনুমোদন দিয়েছিলেন। এত অল্প সময়ের মধ্যে পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পন্ন হওয়াকে তিনি মার্কিন সামরিক বাহিনীর পেশাদারিত্বের প্রমাণ হিসেবে উল্লেখ করেন।
ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, এই সামরিক অভিযান ছিল অত্যন্ত জটিল। এতে বিপুল সংখ্যক যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। স্বল্প সময়ের প্রস্তুতিতে এমন সফল অপারেশন পরিচালনা করাকে তিনি “দুর্দান্ত অর্জন” বলে অভিহিত করেন।
ভেনেজুয়েলায় পরিচালিত এই সামরিক অভিযান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রাণহানি ছাড়াই অভিযান সম্পন্ন হওয়ায় মার্কিন সামরিক সক্ষমতা ও কৌশলগত দক্ষতা নিয়ে তিনি যে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন, তা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতির অবস্থানকেই তুলে ধরে।




