স্বাধীনতা দিবসে শাহবাজ শরিফের বার্তা

বহু কঠিন চ্যালেঞ্জ পেরিয়ে সাফল্যের মাইলফলক স্পর্শ করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
১৪ আগস্ট, ২০২৫ এ ৪:৫১ এএম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের স্বাধীনতা দিবস আজ ১৪ আগস্ট। দেশটি এদিন স্বাধীনতার ৭৮ বছর পূর্ণ করল। দিবসটি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান জাতি হিসেবে বহু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, কিন্তু প্রতিটি ক্ষেত্রে সাফল্য ও অর্জনের মাইলফলক স্পর্শ করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “আজ, সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, পাকিস্তানের স্বাধীনতার ৭৮তম বার্ষিকীতে আমি জাতিকে আন্তরিক অভিনন্দন জানাই।” তিনি জাতির পিতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ, আল্লামা মুহাম্মদ ইকবাল এবং স্বাধীনতা আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দের অবদানের কথা স্মরণ করেন। তাদের নিরলস প্রচেষ্টা ইতিহাসের গতিপথ পরিবর্তন করে একটি স্বাধীন, আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে বলে উল্লেখ করেন তিনি।

শাহবাজ শরিফ বলেন, গত ৭৮ বছরের ইতিহাস পাকিস্তানের স্থিতিস্থাপকতা, দৃঢ় বিশ্বাস ও উজ্জ্বল ভবিষ্যতের আশার প্রতিচ্ছবি। অর্থনীতি, ক্রীড়া, প্রতিরক্ষা কিংবা তথ্যপ্রযুক্তি—প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানি জনগণ তাদের অদম্য মনোবল ও সক্ষমতার স্বাক্ষর রেখেছে। সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর বিজয় শুধু স্বাধীনতার তাৎপর্য বাড়ায়নি, বরং জাতির মধ্যে নতুন উৎসাহ ও উদ্দীপনা জাগিয়ে তুলেছে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তান সবসময় সজাগ। একই সঙ্গে পাকিস্তান শান্তিপ্রিয় দেশ হিসেবে আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যার সমাধানে আলোচনার পক্ষে অবস্থান করে। জম্মু ও কাশ্মীর ইস্যুসহ সকল বিরোধ মীমাংসায় ভারতেরও একই সদিচ্ছা প্রদর্শনের আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী জানান, তার সরকার সাধারণ মানুষের কল্যাণে অগ্রাধিকার দিচ্ছে। বিদ্যুতের মূল্য হ্রাসসহ অর্থনৈতিক স্বস্তি দিতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বর্তমান যুগের প্রযুক্তি ও শিল্প চাহিদা পূরণে দেশকে সব সম্পদ কাজে লাগানোর প্রতিশ্রুতিও দেন তিনি।

বার্তার শেষাংশে শাহবাজ শরিফ বলেন, “একটি শক্তিশালী ও স্থিতিশীল অর্থনীতি জাতীয় প্রতিরক্ষা ও সার্বভৌমত্বের মতোই জরুরি। তাই আমি সকল রাজনৈতিক দল ও সমাজের অংশকে আহ্বান জানাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের পূর্বপুরুষ ও শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করি।”