তিন ক্যাটাগরির পণ্যে অতিরিক্ত শুল্ক এক বছর স্থগিত করলেন ট্রাম্প


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রে কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সামগ্রীর ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, এসব পণ্যে বর্ধিত শুল্ক ২০২৬ সালের পরিবর্তে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী, নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়া পর্যন্ত এই তিন ক্যাটাগরির পণ্যের ওপর আগের মতোই ২৫ শতাংশ শুল্ক বহাল থাকবে। ফলে আসবাব ও গৃহস্থালি পণ্যের বাজারে সাময়িক স্বস্তি মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে চলতি বছরের এপ্রিলে কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সামগ্রীর ওপর শুল্ক ২৫ শতাংশে উন্নীত করা হয়। পরে অক্টোবরে গৃহসজ্জা ও রান্নাঘরের ব্যবহার্য পণ্যের শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ এবং কাঠের আসবাবের ওপর শুল্ক সর্বোচ্চ ৩০ শতাংশে উন্নীত করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তখন প্রেসিডেন্টের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে বলা হয়েছিল, বর্ধিত এই শুল্ক ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে সর্বশেষ ঘোষণায় সেই সময়সীমা এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে জানান, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, তাদের সঙ্গে ‘গঠনমূলক আলোচনা’ অব্যাহত আছে। একই সঙ্গে সাধারণ মানুষের জীবনযাপনে ব্যবহৃত পণ্যের দাম অতিরিক্ত বেড়ে গেলে জনমনে অসন্তোষ তৈরি হতে পারে—এই বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, অক্টোবরে শুল্ক বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের পণ্যের দাম বাড়তে শুরু করে। নতুন সিদ্ধান্তে অন্তত এক বছরের জন্য ভোক্তারা কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।










