ট্রাম্পকে শান্তিতে নোবেল দিতে চায় কম্বোডিয়া


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
শান্তিতে নোবেল পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দেয়ার ঘোষণা দিয়েছে কম্বোডিয়া। থাইল্যান্ডের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ নিরসনে ট্রাম্পের সক্রিয় ভূমিকার জন্য দেশটি তাকে নোবেলের জন্য প্রস্তাব দেবে বলে জানিয়েছে নমপেন।
শুক্রবার (১ আগস্ট) কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী সান চানথোল এই তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে ফোনে পাঠানো এক বার্তায় চানথোল বলেন, "হ্যাঁ, আমরা তাকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিতে যাচ্ছি।"
নমপেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাম্পের প্রয়াস সত্যিই প্রশংসনীয়। তিনি মনোনয়নের জন্য উপযুক্ত।”
গত এক দশকের মধ্যে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সবচেয়ে বড় সামরিক উত্তেজনার সময় ট্রাম্প ফোন করে দুই দেশের মধ্যে শান্তি আনার উদ্যোগ নেন। পরবর্তীতে মালয়েশিয়ার মধ্যস্থতায় সোমবার উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
এই সংঘাতে অন্তত ৪৩ জন প্রাণ হারায় এবং সীমান্ত এলাকা থেকে বাস্তুচ্যুত হয় প্রায় ৩ লাখ মানুষ। হোয়াইট হাউজের মতে, ট্রাম্পের হস্তক্ষেপ না থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে বলেন, "এই শান্তি সম্ভব হয়েছে ট্রাম্পের জন্যই। তাকেই দিন নোবেল শান্তি পুরস্কার!"
এছাড়াও কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী জানান, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সফল বাণিজ্য আলোচনার মাধ্যমে কম্বোডিয়ার পোশাক ও জুতা রপ্তানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক হার ৪৯ শতাংশ থেকে ১৯ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে, যা তাদের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।
উল্লেখ্য, এর আগে ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষে মধ্যস্থতা করায় ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দিয়েছিল পাকিস্তান। গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুও নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করেন।