গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি


ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৮৫ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৮৯৭ জনে।
শনিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া আটটি মৃতদেহও রয়েছে। এছাড়া সর্বশেষ আহতদের যোগে চলমান ইসরাইলি অভিযানে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৫ হাজার ৬৬০ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনাহার ও অপুষ্টিতে নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন শিশু। এ নিয়ে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫১ জনে, যার মধ্যে ১০৮ জন শিশু।
অধিকাংশ এলাকায় অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হওয়ায় অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে মানবিক সহায়তা নিতে যাওয়া সাধারণ ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের হামলায় ২৬ জন নিহত ও ১৭৫ জন আহত হয়েছেন।
গত বছরের ৭ অক্টোবর হামাসের আকস্মিক অভিযানের পর গাজায় ভয়াবহ হামলা চালানো শুরু করে ইসরাইলি বাহিনী। টানা অভিযান, যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক চাপে কিছুটা বিরতি এলেও পুনরায় সহিংসতা চলছে। ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা চলমান রয়েছে।