গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭৮


ছবি : সংগৃহীত
গাজা সিটিতে ব্যাপক স্থল ও বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ হামলায় অন্তত ৭৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুসারে, গাজা সিটির আবাসিক এলাকাগুলোতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করছে। ফিলিস্তিনিদের উচ্ছেদে সামরিক কৌশল প্রয়োগ করছে তারা। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, আইডিএফ এখন প্রধান আবাসিক অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন সতর্ক করেছে যে, এই অভিযানে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে সতর্ক করে বলেছেন, তারা যেন দ্রুত ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয়। অন্যদিকে পশ্চিম তীরের নাবলুস অঞ্চলেও চলছে ইসরাইলি সেনাদের অভিযান। কাফর কিল্লাল শহরে আইডিএফ শব্দ বোমা নিক্ষেপ করেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, গাজায় চলমান এ অভিযানে তাদের দুটি ডিভিশন অংশ নিয়েছে। ওই দুই ডিভিশনে প্রায় ২০ হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে। এতে করে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।
হামলার আগে ইসরাইল গাজা সিটির প্রায় ১০ লাখ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। তবে এখনো শহরে প্রায় ৬ লাখ মানুষ রয়ে গেছেন। মানবিক সংকট মারাত্মক আকার ধারণ করায় আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।