গাজায় ইসরাইলি হামলায় নতুন করে ৯৮ নিহত


গাজায় বাড়ছে মৃতের সংখ্যা, ৬০ হাজার ছাড়াল। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সর্বশেষ হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৯৮ জন। আহত হয়েছেন অন্তত ১ হাজার ৭৯ জন।
শনিবার, ২ আগস্ট দুপুরে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবরটি নিশ্চিত করেছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।
বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় ৬০ হাজার ৪৩০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৭২২ জন।
বলা হয়েছে, এখনও অনেক হতাহত ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেছে আরও ৩৯ জনের, আহত হয়েছেন ৮৪৯ জন। এর ফলে কেবল ত্রাণ নিতে গিয়েই নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪২২ জনে।
এছাড়া, গত ২৭ মে থেকে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কার্যক্রম শুরুর পর নতুন করে আহত হয়েছেন ১০ হাজার ৬৭ জনের বেশি।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হঠাৎ হামলার পর ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে। ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা সেই আগ্রাসনের ফলে বিপর্যস্ত পুরো গাজা অঞ্চল।
এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার অভিযোগে চলছে মামলা।