গাজায় আবারো রক্তপাত, ইসরাইলি হামলায় নিহত ৯৪


গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯৪ জন ফিলিস্তিনি : ছবি সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক। এ নিয়ে চলমান সংঘর্ষে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৭৭ জনে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় বিভিন্ন স্থান থেকে নতুন করে ৯৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত হয়েছেন ৩৬৭ জন। এই নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জনে।
বিবৃতিতে আরও জানানো হয়, ধ্বংসস্তূপের নিচে এখনো অসংখ্য মানুষ আটকে রয়েছেন কিংবা রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা অনেক জায়গায় পৌঁছাতে পারছেন না। ফলে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, ত্রাণ সহায়তা নিতে গিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ২৬ জন নিহত এবং ৩২ জনের বেশি আহত হয়েছেন। ২৭ মে থেকে এই ধরনের হামলায় প্রাণ গেছে ৮৭৭ জনের, আহত হয়েছেন ৫ হাজার ৬৬৬ জন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ইসরাইল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও, ১৮ মার্চ তা ভঙ্গ করে ইসরাইল পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে ইসরাইলি বাহিনীর হাতে গাজায় ৭ হাজার ৮৪৩ জন নিহত এবং ২৭ হাজার ৯২২ জন আহত হয়েছেন।