ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত


ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত। ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি এফ-৩৫সি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি মার্কিন নৌবাহিনীর ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর একটি ফাইটার জেট, যার মূল্য প্রায় ১০০ মিলিয়ন ডলার। এ ঘটনায় পাইলট নিরাপদে ইজেক্ট করে প্রাণে রক্ষা পেয়েছেন।
ফ্রেসনো কাউন্টি শেরিফের অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় একটি ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস (ইএমএস) টিম এবং ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-এর অংশ ছিল, যাদের ‘রাফ রেইডার্স’ নামে পরিচিত। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, ভিএফ-১২৫ একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন, যেখানে পাইলট এবং বিমান ক্রুদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়।
বিমানটি ছিল এফ-৩৫সি মডেলের, যা এফ-৩৫ লাইটেনিং ২-এর তিনটি ভ্যারিয়েন্টের মধ্যে একটি। এই ভ্যারিয়েন্টটি বিশেষভাবে বিমানবাহী রণতরীতে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে, যার ফলে এটি আরও উন্নত ল্যান্ডিং গিয়ার এবং ওজন সহনশীলতা নিয়ে নির্মিত।
ঘটনার পরপরই বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাইলটকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলেও তিনি গুরুতর আহত নন বলে জানানো হয়েছে।
এফ-৩৫ যুদ্ধবিমান প্রযুক্তির দিক থেকে অত্যন্ত উন্নত, যার মাধ্যমে স্টেলথ, সুপারসনিক গতি এবং উন্নত সেন্সর ব্যবস্থার সমন্বয়ে শত্রু ঘাঁটিতে আঘাত হানা যায়।
উল্লেখ্য, এটাই চলতি বছরে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান দুর্ঘটনা। এর আগে জানুয়ারিতে আলাস্কার আইলসন বিমান ঘাঁটিতে একটি এফ-৩৫এ প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়। সেই সময়ও পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।