কিয়েভে রুশ হামলার মধ্যেই মালয়েশিয়ায় লাভরভ-রুবিও বৈঠক


মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ১০ জুলাই, ২০২৫ছবি রয়টার্স
ইউক্রেনে রাশিয়ার হামলা নতুন করে জোরদার হওয়ার মধ্যেই আজ বৃহস্পতিবার মালয়েশিয়ায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের (ASEAN) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে কুয়ালালামপুরে এই দুই শীর্ষ কূটনীতিকের বৈঠকটি অনুষ্ঠিত হবে। এটি মার্কো রুবিওর প্রথম এশিয়া সফর, এমন এক সময়ে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করছেন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ২২টি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আসিয়ান সম্মেলনের ফাঁকে রুবিও-লাভরভ বৈঠক হবে এবং এটি কৌশলগত দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে রাশিয়ার সাম্প্রতিক হামলায় কিয়েভে আবারও অস্থিরতা ছড়িয়েছে। বুধবার রাতে রুশ হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভের সামরিক প্রশাসন। তারা জানায়, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি এখনও রয়ে গেছে।
এএফপির সংবাদদাতারা জানিয়েছেন, কিয়েভে রাতভর বিকট বিস্ফোরণের শব্দ এবং আলোর ঝলকানি লক্ষ্য করা গেছে।
এর একদিন আগে রাশিয়া ইউক্রেনের ওপর সর্ববৃহৎ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে কড়া অবস্থান নেন। তিনি ইউক্রেনকে আত্মরক্ষার জন্য অতিরিক্ত অস্ত্র সহায়তার আশ্বাসও দেন।
ট্রাম্প অভিযোগ করেন, পুতিন ইউক্রেন বিষয়ে ভুল ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। তিন বছরেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধকে কেন্দ্র করেই রুবিও-লাভরভ বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
রুবিও ও লাভরভ সর্বশেষ সরাসরি সাক্ষাৎ করেছিলেন গত ফেব্রুয়ারিতে সৌদি আরবে। এরপর তারা একাধিকবার টেলিফোনে কথা বলেন।
মালয়েশিয়া সফর শেষে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ উত্তর কোরিয়া সফরে যাবেন। মস্কোর একের পর এক উচ্চ পর্যায়ের সফরের ধারাবাহিকতায় এটি সর্বশেষ সংযোজন। রাশিয়া ও উত্তর কোরিয়া তাদের সামরিক সম্পর্ক আরও দৃঢ় করতে চায়।
পিয়ংইয়ং ইতোমধ্যে রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে। ইউক্রেনে রুশ অভিযানে সহায়তার অংশ হিসেবে কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়া কয়েক হাজার সেনা মোতায়েন করেছে এবং গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে।
আজকের প্রথা / মে-হা