ইমরান খানের আন্দোলনে এবার যোগ দেবেন তার দুই ছেলে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই, ২০২৫ এ ৬:৪৮ এএম
ইমরান খানে ও তার দুই ছেলে । ছবি: সংগৃহীত

ইমরান খানে ও তার দুই ছেলে । ছবি: সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই ছেলে — সুলাইমান ও কাসিম — যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে দলের চলমান আন্দোলনে যোগ দেবেন। এই তথ্য নিশ্চিত করেছেন ইমরান খানের বোন আলিমা খান। খবর সামা টিভির।

বুধবার (৯ জুলাই) কারাবন্দি ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ শেষে আদিয়ালা কারাগারের বাইরে গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে আলিমা খান জানান, ইমরান খান আলোচনার সম্ভাবনা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন এবং তার পরিবর্তে একটি পূর্ণমাত্রার প্রতিবাদ আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে তিনি আগামী ৫ আগস্ট পৌঁছাতে চান — যেদিন তার কারাবাসের দুই বছর পূর্ণ হবে।

আলিমা খান বলেন, ইমরান খান একটি স্পষ্ট বার্তা দিয়েছেন—জনগণকে একটি শক্তিশালী আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও জানান, তিনি (ইমরান) বলেছেন, যারা এই আন্দোলনের চাপ নিতে পারবেন না, তারা এখনই সরে যেতে পারেন।

আলিমা আরও উল্লেখ করেন, ইমরান খানের দুই ছেলে যুক্তরাষ্ট্রে থাকলেও তারা দেশে ফিরে আন্দোলনে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আমরা আগেই তাদের নিরুৎসাহিত করেছিলাম, কিন্তু এখন তারা সরাসরি বাবাকে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, পুরো পরিবার ইমরান খানের পাশে আছে এবং আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেবে।

আলিমা বলেন, এটি এখন শুধু রাজনৈতিক কোনো বিষয় নয়—এটি ন্যায়বিচার এবং পাকিস্তানের ভবিষ্যতের প্রশ্ন।

আজকের প্রথা / মে-হা