ইসরাইলি হামলায় গাজায় একদিনে ৮৬ ফিলিস্তিনি নিহত আহত ৪৯২


ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে ইসরাইলি হামলায় কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৯২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৭৪৪ জনে।
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৮ জন মারা গেছেন ইসরাইলি বাহিনীর নিক্ষিপ্ত গোলায়, আর ২৮ জন নিহত হয়েছেন খাদ্য সংগ্রহ করতে গিয়ে। আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) গাজায় অভিযান চালাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবারের পর ইসরাইলি অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬২ হাজার ৭৪৪ জনে। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি।
গত ১৯ জুন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় দুই মাসের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, তবে ১৮ মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে ইসরাইল পুনরায় অভিযান শুরু করে। মে মাসের শেষ দিক থেকে খাদ্য ও ত্রাণসামগ্রী সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ মে থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ২ হাজার ১২৩ জন নিহত এবং ১৫ হাজার ৬১৫ জনেরও বেশি আহত হয়েছেন। এই হামলা ও সংঘাতের ফলে গাজার সাধারণ মানুষকে মানবিক সংকটের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে।