৮ মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
২১ আগস্ট, ২০২৫ এ ৯:০৩ এএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সম্পর্কিত আটটি মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির সুপ্রিম কোর্ট এ সংক্রান্ত আদেশ প্রদান করে।

বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ লাহোর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইমরান খানের করা আপিল মঞ্জুর করে। এর ফলে ২০২৩ সালের সহিংসতায় দায়ের করা আটটি মামলায় তার জামিন নিশ্চিত হয়। এর আগে হাইকোর্ট তার জামিন আবেদন খারিজ করে দিয়েছিল।

আদালত জানায়, অন্য কোনও মামলায় অভিযুক্ত না হলে ইমরান খানের মুক্তির পথে আর বাধা থাকবে না। তবে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আপাতত তাকে কারাগারেই থাকতে হবে।

ক্রিকেটার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খান বর্তমানে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলার সম্মুখীন। তার নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সংসদ সদস্যও একই ধরনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।

২০২৩ সালের মে মাসে ইমরান খান দুর্নীতির মামলায় গ্রেফতার হলে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরে অবস্থিত সেনা সদর দপ্তরসহ একাধিক সামরিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

এই মামলাগুলো পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। সমর্থকরা এটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন, অন্যদিকে বিরোধীরা বলছেন আইন ও বিচার ব্যবস্থার শাসন প্রতিষ্ঠার জন্য এ পদক্ষেপ প্রয়োজনীয়।

সূত্র: জিও নিউজ, আনাদোলু