২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদে রেকর্ড উল্লম্ফন, বেড়েছে ২.২ ট্রিলিয়ন ডলার


শীর্ষ ৫০০ ধনীর সম্পদ বেড়েছে ২.২ ট্রিলিয়ন ডলার। ছবি: সংগৃহীত
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ৫০০ বিলিয়নিয়ারের সম্মিলিত নিট সম্পদ রেকর্ড পরিমাণ বেড়েছে। চলতি বছরে তারা মোট ২ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার সম্পদ যোগ করেছেন, যার একটি বড় অংশ এসেছে মাত্র কয়েকজন শীর্ষ ধনীর হাত ধরে।
প্রতিবেদন অনুযায়ী, এই বিপুল সম্পদ বৃদ্ধির প্রায় এক-চতুর্থাংশ এসেছে মাত্র আটজন বিলিয়নিয়ারের সম্পদ বৃদ্ধির মাধ্যমে। তাদের মধ্যে রয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ওরাকলের চেয়ারম্যান ল্যারি এলিসন এবং অ্যালফাবেট ইনকর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ।
বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্পের ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়, পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি, শেয়ারবাজার ও ধাতব পণ্যের বাজারে ঊর্ধ্বগতি—এই সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে শীর্ষ ৫০০ ধনীর সম্মিলিত নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারে। ২০২৫ সালে ওরাকলের চেয়ারম্যান ল্যারি এলিসনের নিট সম্পদ বেড়েছে ৫৭ দশমিক ৭ বিলিয়ন ডলার, যার ফলে তার মোট সম্পদ দাঁড়িয়েছে ২৪৯ দশমিক ৮ বিলিয়ন ডলারে।
একই সময়ে ইলন মাস্কের নিট সম্পদ বেড়ে ১৯০ দশমিক ৩ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ৬২২ দশমিক ৭ বিলিয়ন ডলারে। অন্যদিকে, অস্ট্রেলীয় বিলিয়নিয়ার জিনা রাইনহার্ট বিরল ধাতু খাতে বিনিয়োগের মাধ্যমে নিজের নিট সম্পদ প্রায় তিনগুণ বাড়িয়ে ৩৭ দশমিক ৭ বিলিয়ন ডলারে উন্নীত করেছেন।
তবে সবার ক্ষেত্রে চিত্র একরকম নয়। ফিলিপাইনের বিলিয়নিয়ার ম্যানুয়েল ভিলারের নিট সম্পদ কমেছে ১২ দশমিক ৬ বিলিয়ন ডলার।
তার আবাসন উন্নয়ন প্রতিষ্ঠান ‘গোল্ডেন এমভি হোল্ডিংস ইনকর্পোরেশন’-এর শেয়ার লেনদেন ছয় মাস স্থগিত থাকার পর শেয়ারের দাম প্রায় ৮০ শতাংশ কমে যাওয়ায় তার নিট সম্পদ নেমে এসেছে ১০ বিলিয়ন ডলারে।
বেসরকারি সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট অক্সফাম জানিয়েছে, শীর্ষ ৫০০ ধনীর এই ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার সম্পদ বৃদ্ধি বিশ্বের প্রায় ৩৮০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করতে যথেষ্ট ছিল।
অক্সফামের আন্তর্জাতিক নির্বাহী পরিচালক অমিতাভ বেহার এক বিবৃতিতে বলেন, “অসমতা কোনো দুর্ঘটনা নয়; এটি একটি সুপরিকল্পিত নীতিগত সিদ্ধান্ত। শীর্ষ পর্যায়ে রেকর্ড পরিমাণ সম্পদ জমা হলেও সাধারণ মানুষের সম্পদ স্থবির হয়ে আছে, এমনকি অনেক ক্ষেত্রে কমছেও।”










