হংকংয়ে রানওয়ে থেকে সাগরে পড়ল কার্গো প্লেন, নিহত ২

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
২০ অক্টোবর, ২০২৫ এ ৩:৩৬ এএম
দুর্ঘটনার পর সাগরে ছিটকে পড়া কার্গো প্লেন উদ্ধারে তৎপর হংকং কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

দুর্ঘটনার পর সাগরে ছিটকে পড়া কার্গো প্লেন উদ্ধারে তৎপর হংকং কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেলে বিমানবন্দরের দুইজন গ্রাউন্ড স্টাফ নিহত হন। তবে বিমানে থাকা চারজন ক্রু সদস্য জীবিত আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে দুবাই থেকে হংকং পৌঁছায় এমিরেটসের ইকেএ ৯৭৮৮ ফ্লাইটটি, যা তুরস্কভিত্তিক কার্গো এয়ারলাইন এয়ার এ সি টি পরিচালনা করছিল। উত্তর দিকের রানওয়েতে নামার সময় প্লেনটি একটি গ্রাউন্ড ভেহিকেলে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায়।

হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগের বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনায় বিমানবন্দরের দুই গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। অন্যদিকে, বিমানের চার ক্রু সদস্য জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন এবং তাদেরও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট রানওয়েটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, যদিও বিমানবন্দরের বাকি দুইটি রানওয়ে সচল রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ফলে ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ না হলেও অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করতে হয়েছে।

উদ্ধার অভিযানে হংকং সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার এবং ফায়ার সার্ভিসের উদ্ধার জাহাজ অংশ নেয়। দুর্ঘটনা নিয়ে বিস্তারিত জানাতে স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলন করবে বিমানবন্দর কর্তৃপক্ষ।