Something went wrong

নেপালে রাজনৈতিক নেতাদের বাড়িতে আগুন

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫ এ ১২:২৭ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নেপালে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অস্থিরতা। মঙ্গলবার হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে এবং সহিংসতা ছড়িয়ে পড়ে রাজধানী কাঠমান্ডু ও আশপাশের এলাকায়। বিক্ষুব্ধ জনতা ক্ষমতাসীন জোটের শরিক নেপালি কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বাড়িতে হামলা চালায়। এ সময় কয়েকটি স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলনের মধ্যেই গত সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ তরুণ নিহত হয়। এ ঘটনায় ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় কারফিউ জারি করে।

সরকার মঙ্গলবার ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিলেও বিক্ষোভকারীরা কারফিউ অমান্য করে রাস্তায় নামে। রাজধানীর সানেপা এলাকায় নেপালি কংগ্রেস পার্টির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় তারা। একই সঙ্গে কাঠমান্ডু উপত্যকা ও অন্যান্য জেলায় বিক্ষোভকারীরা নেতাদের বাড়ি ও রাজনৈতিক কার্যালয়ে হামলা চালায়।

ললিতপুরে তথ্যপ্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুংয়ের বাড়িতে আগুন লাগানো হয়। ভৈসেপাতিতে উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাসভবনে ইটপাটকেল ছোড়া হয়। গত সোমবার পদত্যাগ করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলার ঘটনা ঘটে।

এদিকে নেপালি কংগ্রেসের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বুধানিলকণ্ঠার বাড়ির দিকে বিক্ষোভকারীরা এগোলে পুলিশ তাদের আটকে দেয়। একইভাবে সিপিএন (মাওবাদী কেন্দ্র) চেয়ারম্যান পুষ্প কমল দহলের খুমলতার এলাকার বাসভবনও হামলার লক্ষ্যবস্তু হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রী ও প্রাদেশিক নেতাদের বাসভবনও হামলার শিকার হয়েছে। তবে নিরাপত্তা জোরদার করায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।