ইসরাইলি হামলায় গাজায় আরও ৯৪ ফিলিস্তিনি নিহত


ইসরাইল-ফিলিস্তিন সংঘাত : ছবি সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টানা হামলায় আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫২ জন।
বুধবার (১৬ জুলাই) তুরস্কের আনাদোলু বার্তা সংস্থার এক প্রতিবেদনে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে নতুন করে ৯৪টি মরদেহ আনা হয়েছে। একই সময়ে আহত অবস্থায় চিকিৎসা নিতে এসেছেন আরও ২৫২ জন।
চলমান আগ্রাসনে গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৫৭৩ জনে এবং আহতের সংখ্যা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এখনো বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা রাস্তায় পড়ে আছে, যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।
এছাড়াও, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি হামলার শিকার হয়ে আরও সাতজন ফিলিস্তিনি নিহত হন এবং আহত হন ৩০ জনের বেশি। চলতি বছরের ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন ৮৫১ জন এবং আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৬৩৪ জন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ইসরাইল ও হামাস একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে ১৮ মার্চ সেই চুক্তি ভঙ্গ করে ইসরাইল পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর হামলায় আরও ৭ হাজার ৭৫০ জন ফিলিস্তিনি নিহত ও ২৭ হাজার ৫৬৬ জন আহত হয়েছেন।
আজকের প্রথা/মে-হা