ইউক্রেন সংকটে ‘ভূখণ্ড ভাগাভাগি’র ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
১৫ আগস্ট, ২০২৫ এ ১০:৪৮ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি । ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি । ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের সমাধানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি চুক্তি সম্ভব বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন শীর্ষ বৈঠকের আগে তিনি এমন ইঙ্গিত দিয়েছেন, যা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, এই বৈঠকের সফল হওয়ার সম্ভাবনা তার কাছে প্রায় ৭৫ শতাংশ। অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপ ও রাজনৈতিক কৌশল পুতিনকে যুদ্ধ অবসানের পথে এগিয়ে নিতে পারে বলে বিশ্বাস করেন তিনি।

বৈঠক সম্পর্কে আত্মবিশ্বাস প্রকাশ করে ট্রাম্প বলেন, “আমি প্রেসিডেন্ট, তিনি আমার সঙ্গে খেলতে পারবেন না। বৈঠকের প্রথম কয়েক মিনিটেই বুঝে যাবো আলোচনার গতি কোন দিকে যাবে। যদি পরিস্থিতি অনুকূলে না থাকে, বৈঠক দ্রুতই শেষ হবে। আর যদি ভালোভাবে এগোয়, তবে খুব শিগগিরই শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।”

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, “দ্বিতীয় বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি ‘ভাগাভাগি’ শব্দটি ব্যবহার করতে চাই না, তবে এটিকে খারাপ কোনো শব্দও মনে করি না।”

আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের বক্তব্যে ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়ার কাছে হস্তান্তরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা ‘ল্যান্ড সোয়াপ’ বা ভূখণ্ড বিনিময়ের মাধ্যমে বাস্তবায়িত হতে পারে। তবে এই প্রক্রিয়া কার্যকর হলে ভূরাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন, যুদ্ধক্ষেত্রে পরিবর্তন এলে শান্তি আরও কঠিন হয়ে পড়তে পারে। তবুও তিনি মনে করেন, পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে ট্রাম্প একটি সম্ভাব্য সমাধান খুঁজে বের করার চেষ্টা করছেন।