জেনেলিয়া বললেন

১৩ বছর পর দর্শকের ভালোবাসায় আপ্লুত: ‘ভাবতাম, আমাকে ভুলে গেছে সবাই’

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
১৪ জুলাই, ২০২৫ এ ৫:১৫ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বলিউডে ফিরলেন ‘জানে তু... ইয়া জানে না’ খ্যাত অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। অনেক বছর আগে এই ছবির মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করেন তিনি। কিন্তু কোনো এক অজানা কারণে পরবর্তীতে ধীরে ধীরে কাজ কমিয়ে দেন এবং সিনেপর্দা থেকে দূরে সরে যান।

তবে দীর্ঘ বিরতির পর অবশেষে হিন্দি সিনেমায় ফিরেছেন জেনেলিয়া। ১৩ বছর পর তার প্রত্যাবর্তন হলো বলিউডের আলোচিত ছবি ‘সিতারে জামিন পার’–এর মাধ্যমে, যেখানে তার সহশিল্পী আমির খান। ছবিতে তার অভিনয় দর্শকের মনে আবারও ছাপ ফেলেছে।

জেনেলিয়া নিজেও তার ফিরে আসা নিয়ে আবেগ প্রকাশ করে বলেন, “গত দশ বছরে খুব বেশি কাজ করিনি। মাঝে মাঝে বন্ধুর কোনো গানে বা ওটিটিতে কয়েকটি ছবিতে কাজ করেছি। ভাবতাম, মানুষ হয়তো আমাকে ভুলেই গেছে। কিন্তু এখন দর্শক যখন আমাকে আবার দেখতে চায়— এটাই যেন সবচেয়ে বড় স্বীকৃতি।”

জানা গেছে, আমির খানই চেয়েছিলেন এই ছবিতে জেনেলিয়াকে অভিনয় করাতে। একদিন রীতেশ দেশমুখের সঙ্গে আলাপচারিতায় আমির জানতে চান, জেনেলিয়া এখনও অভিনয় করেন কি না। রীতেশ ইতিবাচক উত্তর দিলে আমির তাকে ছবির পরিচালক আর এস প্রসাদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। এরপর জেনেলিয়া অডিশন দেন এবং পেয়ে যান পূর্ণ চরিত্র।

অভিনেত্রী বলেন, “হ্যাঁ, ২০ বছর পর অডিশন দেওয়া অদ্ভুত লাগতে পারে। কিন্তু এতে আমার কোনো সমস্যা নেই। বরং খুবই উত্তেজিত ছিলাম।”

‘সিতারে জামিন পার’–এর সাফল্য নিয়ে জেনেলিয়া বলেন, “আমি চাইতাম এটা যেন বিশেষভাবে সক্ষম চরিত্রগুলোর জন্য একটি ব্লকবাস্টার হয়। আর সেটা হয়েছে বলেই আমি খুশি। আমি বিশ্বাস করি, ভালো ছবি বানালে মানুষ দেখবেই।”

 

আজকের প্রথা/এআর