সুস্মিতা সেনের ক্যারিয়ারের থমকে যাওয়া গল্প

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
১৯ আগস্ট, ২০২৫ এ ৫:০৬ এএম
বলিউড তারকা মিস ইউনিভার্স সুস্মিতা সেন । ছবি : সংগৃহীত

বলিউড তারকা মিস ইউনিভার্স সুস্মিতা সেন । ছবি : সংগৃহীত

১৯৯৪ সালে মিস ইউনিভার্স খেতাব জয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে সুস্মিতা সেনের। সেই থেকেই তার নামের সঙ্গে যুক্ত হয় ‘বিশ্বসুন্দরী’ উপাধি। একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি দ্রুতই জয় করেন দর্শকদের হৃদয়। বলিউডে শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান পর্যন্ত প্রায় সব শীর্ষ তারকার সঙ্গে তার রসায়ন ছিল উল্লেখযোগ্য। তবু এক সময় হঠাৎ করেই থমকে যায় তার সাফল্যের পথচলা।

দীর্ঘ ক্যারিয়ারে উজ্জ্বল সাফল্যের পর সুস্মিতা প্রায় আট বছর অভিনয় জগত থেকে দূরে ছিলেন। কাজের প্রস্তাব আসা বন্ধ হয়ে যায়, পরিচালকদের কাছ থেকেও কোনো ডাক মেলেনি। এই কঠিন সময়টা কাটাতে হয়েছে একাকী সংগ্রামের মধ্য দিয়ে। তবে হাল না ছেড়ে নিজের সাহস আর আত্মবিশ্বাসকে শক্তি হিসেবে ব্যবহার করেন তিনি।

বর্তমানে আবারো আলোচনায় ফিরেছেন এই বলিউড ডিভা। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত তার ওয়েব সিরিজ আরিয়া দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। এর মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনি এখনো সমান দক্ষতায় দর্শক টানতে সক্ষম।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ২০২৩ সালের এক সাক্ষাৎকারে সুস্মিতা অকপটে নিজের সংগ্রামের কাহিনি তুলে ধরেন। তিনি জানান, কাজ না থাকার দীর্ঘ সময়ে নিজেই সাহস সঞ্চয় করে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম— নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ও হটস্টার— এর সঙ্গে যোগাযোগ করেছিলেন।

সুস্মিতা বলেন, “আমি নিজেই মানুষকে ফোন করেছি, যাতে তারা বুঝতে পারে আমার কাজের প্রতি আগ্রহ আর ক্ষুধা কতটা। আমি কাজ করতে চাই, আর সেই কাজের জন্য আমি নিজে অনুরোধ করেছি।” তিনি আরও বলেন, “আট বছরের শূন্যতা কাটিয়ে ফেরার পথে আমার মানসিক শক্তি ও আত্মবিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা দিতে হয়েছে।