শাহরুখ খানের ওপর দেশদ্রোহী অভিযোগ বিজেপি নেতার

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
১ জানুয়ারী, ২০২৬ এ ৪:৫৫ পিএম
শাহরুখ খান আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে দলে নেয়ার পর রাজনৈতিক বিতর্কে জড়াচ্ছেন। ছবি: সংগৃহীত

শাহরুখ খান আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে দলে নেয়ার পর রাজনৈতিক বিতর্কে জড়াচ্ছেন। ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খান সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের হয়ে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়ানোর পর রাজনৈতিক বিতর্কের মুখে পড়েছেন। ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থি বিজেপি নেতা সংগীত সোম তাকে সরাসরি ‘গাদ্দার’ বা দেশদ্রোহী আখ্যা দিয়েছেন।

 

আইপিএল ২০২৬ সালের মেগা নিলামে মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। শাহরুখ খানের নেতৃত্বাধীন কেকেআরের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কট্টরপন্থি নেতা সরাসরি আক্রমণ করেছেন। তিনি দাবি করছেন, বিদেশি খেলোয়াড়দের ভারতীয় মাটিতে খেলতে দেওয়ায় দেশের স্বার্থে ক্ষতি হচ্ছে।

সংগীত সোম সংবাদ মাধ্যমকে বলেছেন, “মোস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না। এটি আমার প্রতিজ্ঞা।” তিনি আরও অভিযোগ করেন, শাহরুখ খান দেশের অর্থ ব্যবহার করে স্বার্থবিরোধী কাজ করছেন এবং এর মাধ্যমে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন।

তিনি বলেন, “আপনি এই দেশ থেকে টাকা কামাচ্ছেন, সেই একই টাকায় দেশদ্রোহী আচরণ করছেন। কখনও পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়ার কথা শোনা গেছে, আবার কখনও মোস্তাফিজের মতো খেলোয়াড়দের কেনা হচ্ছে। এই দেশে এসব আর বরদাশত করা হবে না। দেশদ্রোহীদের জন্য কোনো জায়গা নেই।”

এই মন্তব্যের পর থেকেই সামাজিক ও রাজনৈতিক স্তরে শাহরুখ খানের সমালোচনা তীব্র হয়ে উঠেছে। যদিও কেকেআর বা শাহরুখ খান সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, মোস্তাফিজ অবশ্যই আইপিএলে খেলবেন এবং টুর্নামেন্টের জন্য প্রস্তুত।

সমালোচকরা মনে করছেন, আইপিএল একটি আন্তর্জাতিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগ, যেখানে খেলোয়াড়দের জাতীয়তা বা রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী বাছাই করা উচিত নয়। এতে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব।

মোস্তাফিজুর রহমানের খেলা নিয়ে রাজনৈতিক চাপ থাকলেও আইপিএলের কর্তৃপক্ষ ইতিমধ্যেই নিশ্চিত করেছে, তিনি দলের হয়ে মাঠে নামবেন। সমালোচনাকে এড়িয়ে ক্রিকেটের মূল উদ্দেশ্যই হবে ফোকাস।