শাহরুখ-আমিরসহ বলিউড তারকাদের শুভেচ্ছা মোদির জন্মদিনে

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৫ এ ১০:১০ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির রাজনীতির পাশাপাশি সংস্কৃতি অঙ্গনেও বিশেষভাবে আলোচিত। প্রায়ই দেখা যায়, বলিউড তারকারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন কিংবা বিভিন্ন অনুষ্ঠানে তার সান্নিধ্যে সময় কাটাচ্ছেন। বলিউড তারকারা যেমন মোদির ব্যক্তিত্বে মুগ্ধ হন, তেমনি মোদিও শিল্পীদের প্রতি স্নেহশীল আচরণ প্রদর্শন করে থাকেন।

এই সুসম্পর্কের প্রকাশ আবারো ঘটল মোদির জন্মদিন উপলক্ষে। আজ (১৭ সেপ্টেম্বর) মোদি তার জীবনের ৭৫ বছরে পদার্পণ করেছেন। দেশজুড়ে নানা শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সেই ধারাবাহিকতায় শাহরুখ খান, আমির খানসহ বলিউডের শীর্ষ তারকারাও তাকে অভিনন্দন জানিয়ে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।

শাহরুখ খান এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “দেশের প্রতি আপনার অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠা সত্যিই অনুকরণীয়। ৭৫ বছর বয়সেও আপনার কর্মোদ্যম আমাদের অনুপ্রাণিত করে। আশা করি আপনি সবসময় সুস্থ ও সুখী থাকবেন।”

অন্যদিকে, আমির খান তার বার্তায় উল্লেখ করেন, “স্যার, জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। ভারতের অগ্রযাত্রায় আপনার অবদান স্মরণীয় হয়ে থাকবে। আমরা কামনা করি আপনি দীর্ঘায়ু লাভ করুন এবং দেশকে উন্নয়নের পথে নেতৃত্ব দিয়ে যান।”

এছাড়া অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত মোদিকে ‘ভারতের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যা দেন। অজয় দেবগন, সোনু সুদ এবং দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় দেবরকোন্ডাও মোদিকে শুভেচ্ছা জানিয়ে তার নেতৃত্ব ও কর্মপ্রচেষ্টার প্রশংসা করেছেন। তাদের শুভেচ্ছা বার্তায় উঠে এসেছে মোদির সুস্থ, দীর্ঘ ও সফল জীবনের কামনা।