বিচ্ছেদের পথে মোনালি ঠাকুর ও মাইক রিচটার


বিচ্ছেদের পথে গায়িকা মোনালি ঠাকুর ও তার স্বামী মাইক রিচটার। ছবি:সংগৃহীত
তারকাদের ব্যক্তিজীবনে সম্পর্ক ভাঙন নতুন কিছু নয়। ভারতের সংগীতজগতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরও এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, মোনালি তার স্বামী মাইক রিচটারের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন।
করোনা মহামারীর সময় মোনালি প্রকাশ করেছিলেন, তিনি তিন বছর আগে গোপনে বিয়ে সেরেছেন। ২০২০ সালে তিনি জানান, ভ্রমণের সময় মাইক রিচটারের সঙ্গে তার পরিচয় হয় এবং সেই সূত্রে পরিণয়ে আবদ্ধ হন তারা। উল্লেখ্য, মাইক রিচটার সুইজারল্যান্ডের একটি রেস্তোরাঁর মালিক।
প্রথম দিকে তাদের দাম্পত্য সম্পর্ক বেশ ভালো থাকলেও সময়ের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, লং ডিসটেন্স বিয়ের কারণে মোনালি ও তার স্বামীর সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এক পর্যায়ে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।
সম্প্রতি গায়িকা তার স্বামীকে সামাজিক যোগাযোগমাধ্যমে আনফলো করেছেন। এমনকি তাদের মধ্যে আর কোনো যোগাযোগও নেই বলে জানা গেছে। শিগগিরই আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণা আসতে পারে।
গত বছর মোনালির মায়ের মৃত্যুর সময় বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। তখনই তিনি স্বামীর সঙ্গে তোলা সব ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেন। এতে তাদের দাম্পত্য জীবনে ভাঙন যে গভীর হয়েছে, তা প্রকাশ্যে চলে আসে। এবার সেই সম্পর্ক চূড়ান্ত বিচ্ছেদের দিকে এগোচ্ছে।