পৃথিবীর সব মায়ের জন্য আমার এই সম্মান: রানি মুখার্জি


রানি মুখার্জি। ছবি:সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি দীর্ঘ তিন দশকের অভিনয়জীবনে অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বীকৃতি পেলেন। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন রানি মুখার্জি। সম্মাননা হাতে নিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি এবং এই পুরস্কার প্রয়াত বাবাকে উৎসর্গ করেন।
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাটি বাস্তব জীবনের এক মায়ের সন্তানের জন্য সংগ্রামের গল্প অবলম্বনে নির্মিত। এ প্রসঙ্গে রানি মুখার্জি বলেন, “আমার এই সম্মান পৃথিবীর সব মায়ের জন্য। একজন মা হিসেবে এই সিনেমাটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটি দেখিয়েছে, সন্তানের ভালোবাসার জন্য একজন মা কতদূর যেতে পারেন।”
পুরস্কার হাতে নিয়ে রানি মুখার্জি আরও বলেন, “একজন অভিনেত্রী হিসেবে আমার ৩০ বছরের ক্যারিয়ারে এই সম্মান এক বিশাল প্রাপ্তি। আমি এই পুরস্কার আমার বাবাকে উৎসর্গ করছি। তিনি জীবিত থাকাকালে এ মুহূর্তটির অপেক্ষা করেছিলেন।”
আবেগঘন কণ্ঠে রানি বলেন, “আজ আমার বাবার কথা বিশেষভাবে মনে পড়ছে। আমি বিশ্বাস করি, তিনি আজ আমার সঙ্গে আছেন। একইসঙ্গে আমার মা সবসময় আমাকে সাহস জুগিয়েছেন। তার শক্তিই আমাকে এই সিনেমায় এমন অভিনয় উপহার দিতে সাহায্য করেছে।”