নাটকে অভিনয়ের বিষয়ে যা বললেন সাবিলা নূর

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
৩ জুলাই, ২০২৫ এ ৪:০৬ পিএম
সাবিলা নূর । ছবিঃ সংগৃহীত

সাবিলা নূর । ছবিঃ সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। শোবিজ অঙ্গনে তার এই দীর্ঘ পথচলায় কেবল বড় পর্দায় অভিনয়টাই বাকি ছিল।

অবশেষে সেই অপূর্ণতা দূর হলো। প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন সাবিলা নূর। বলা যায়, এদিক থেকে তিনি ভাগ্যবতীও বটে। নাটকের পাশাপাশি চলচ্চিত্রে যাত্রা শুরু করেই পেয়েছেন ঢালিউডের শীর্ষ অভিনেতাকে সহশিল্পী হিসেবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন সাবিলা নূর। তিনি বলেন, ‘আমি গত দুই বছর ছোট পর্দায় তেমন একটা নিয়মিত কাজ করছি না। কারণ, ভালো কনটেন্টে কাজ করার ইচ্ছা থেকেই বেছে বেছে কাজ করছি।’

ছোট পর্দায় আর দেখা যাবে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই বিষয়ে আপাতত কিছু ভাবছি না। আমার মূল ভাবনা হচ্ছে ভালো ও মানসম্পন্ন কাজ করা।’

তিনি আরও বলেন, ‘যেহেতু “তাণ্ডব” একটি মানদণ্ড তৈরি করেছে, তাই এর পর আমার এমন কিছু করা উচিত, যা অন্তত এই মান ধরে রাখবে, কিংবা আরও ভালো হবে।’

 

আজকের প্রথা/এআর