দর্শক গ্রহণ না হলে কাজের লাভ নেই : নাজিফা তুষি


ঢালিউড অভিনেত্রী নাজিফা তুষি সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ক্যারিয়ার ও দর্শকের প্রতি মানদণ্ড নিয়ে খোলামেলা কথা বলছেন। ছবি: সংগৃহীত
ঢালিউড অভিনেত্রী নাজিফা তুষি বলেন, “দর্শক গ্রহণ না করলে কাজ করে লাভ কী।” সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার ক্যারিয়ার, কাজের নীতি ও জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেন।
গত বছরের ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘রইদ’ সিনেমার ট্রেলার, যা আন্তর্জাতিক দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সিনেমাসংশ্লিষ্টরা মনে করছেন, এটি তার আগের কাজ ‘হাওয়ার’ থেকেও চ্যালেঞ্জিং। ট্রেলার প্রকাশের পর দর্শক এবং সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান।
নাজিফা তুষি বলেন, “আমি অভিনয় করতে এসেছি, শিল্পচর্চা করতে এসেছি—শুধু অর্থের পেছনে ছুটতে নয়। কাজের মানের প্রতি বিশ্বাস রাখলে সম্মান এবং অর্থ দুটোই একদিন আসে।” তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত ও আর্থিক চাপ থাকলেও তিনি তার নীতিতে অটল থাকেন। “চাপ আসে, অস্বীকার করব না। কিন্তু সেটি মেনে চলাই উচিত।”
অভিনেত্রী জানান, নতুন বছরেও তার একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যেই গত বছর শেষ হওয়া কাজগুলো পর্যায়ক্রমে দর্শকের সামনে আসছে। এছাড়া ‘রইদ’ সিনেমার আন্তর্জাতিক সফর ও মুক্তির জন্যও তিনি অপেক্ষা করছেন।
তিনি আরও জানান, “‘রঙ্গমালা’ সিনেমার বাকি অংশের শুটিং এবং একটি ওয়েব সিরিজ মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া আরও একটি নতুন প্রজেক্টের প্রস্তুতিও চলছে। চলতি বছরটি মূলত কাজের মধ্যেই কাটাতে চাই।”
নাজিফা তুষি বলেন, তিনি ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার উভয় ক্ষেত্রেই পরিকল্পিত ও বেছে বেছে কাজ করেন। শুধুমাত্র সংখ্যার জন্য কোনো প্রজেক্টে জড়ানো তার নীতি নয়। তিনি যোগ করেন, “দর্শক গ্রহণ না করলে কাজের অর্থ নেই। এটাই মূল ভিত্তি।”










