ঢালিউডের জনপ্রিয় নায়িকা মৌসুমীর জন্মদিন আজ

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
৩ নভেম্বর, ২০২৫ এ ৮:৫৯ এএম
জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী মৌসুমী। ছবি: সংগৃহীত

জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী মৌসুমী। ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়দর্শিনী মৌসুমীর আজ জন্মদিন। সোমবার (৩ নভেম্বর) ৫২ বছরে পা রাখলেন এই খ্যাতিমান অভিনেত্রী। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য স্মরণীয় চরিত্র উপহার দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছেন তিনি।

তবে জন্মদিনের এই বিশেষ দিনে দেশে নেই মৌসুমী। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মা, মেয়ে ও বোনের সঙ্গে সেখানেই উদযাপন করবেন জন্মদিন। গত দুই বছর ধরেই যুক্তরাষ্ট্রে জন্মদিন পালন করছেন তিনি। ২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্কে পাড়ি জমানোর পর থেকে এখনও দেশে ফেরেননি মৌসুমী।

অভিনেত্রীর স্বামী ও জনপ্রিয় অভিনেতা ওমর সানী জানিয়েছেন, মৌসুমীর মায়ের অসুস্থতার কারণে আপাতত দেশে ফেরার সুযোগ নেই তার। তিনি বলেন, ‘মৌসুমীর জন্মদিনকে ঘিরে বিশেষ আয়োজন রাখা হয়েছে। ভক্তরাও নানাভাবে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে দেশে থাকলে উদযাপনটা আরও স্মরণীয় হয়ে উঠত।’

নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’সহ বহু সুপারহিট চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন মৌসুমী। চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও সমানভাবে সফল ছিলেন তিনি। দর্শকদের কাছে এখনও প্রিয়দর্শিনী নামেই পরিচিত এই তারকা।