ঢালিউডে সিয়াম-ইধিকার প্রথম জুটি ‘রাক্ষস’

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
৪ ডিসেম্বর, ২০২৫ এ ৫:১১ এএম
কলকাতার অভিনেত্রী ইধিকা পাল ঢালিউডের নতুন ছবিতে সিয়ামের নায়িকা হিসেবে চূড়ান্ত। ছবি: সংগৃহীত

কলকাতার অভিনেত্রী ইধিকা পাল ঢালিউডের নতুন ছবিতে সিয়ামের নায়িকা হিসেবে চূড়ান্ত। ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ সিনেমার শুটিং শেষ করেছেন। সেই কাজ শেষ করে এবার তিনি হাতে নিচ্ছেন নতুন ছবি ‘রাক্ষস’, যা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ও আগ্রহ তৈরি হয়েছে।

নতুন ছবির নায়িকা কে হবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। কখনো প্রার্থনা ফারদিন দীঘি, কখনো সাবিলা নূরের নাম শোনা গেলেও, পরিচালক ও প্রযোজকরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিয়েছেন। শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে যে কলকাতার অভিনেত্রী ইধিকা পালই নায়িকার ভূমিকায় থাকছেন। চলতি সপ্তাহেই তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হওয়ার কথা। সব ঠিক থাকলে, এটি হবে সিয়াম ও ইধিকার প্রথম জুটি বাঁধা সিনেমা।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তামিম রহমানের ‘সিকান্দার’ ছবিতে তাদের একসঙ্গে অভিনয়ের গুঞ্জন শোনা গেলেও, সেই প্রকল্পটি বাস্তবে রূপ নেয়নি। তাই ‘রাক্ষস’-এ তাদের একসঙ্গে দেখা যাবে বলে দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

ইধিকা পাল বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিতি পান শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। পরবর্তীতে শাকিবের বিপরীতে ‘বরবাদ’ ছবিতেও অভিনয় করেছেন। শাকিব খানের বাইরে তিনি কাজ করেছেন হাসিবুর রেজার ‘কবি’, কলকাতার ‘খাদান’ এবং দেবের সঙ্গে ‘রঘু ডাকাত’ ছবিতে। ধীরে ধীরে তিনি দুই বাংলাতেই নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করছেন।

অন্যদিকে সিয়ামের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জংলি’, যেখানে তার সহশিল্পী ছিলেন শবনম বুবলী। ‘পোড়ামন ২’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর থেকে, তিনি বাণিজ্যিক এবং কনটেন্টনির্ভর—দুই ধরনের ছবিতেই নিজের অবস্থান দৃঢ় করেছেন।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, চলতি মাসেই ঢাকায় শুরু হবে ‘রাক্ষস’–এর শুটিং। এরপর শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বিভিন্ন স্থানে দৃশ্যধারণের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক লোকেশন ও আধুনিক অ্যাকশনের দৃশ্যও থাকছে। পরিচালক মেহেদী হাসান এবং সিয়াম আপাতত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে সূত্রে জানা গেছে, দুই সপ্তাহের মধ্যে ক্যামেরা–রোলিং শুরু হবে এবং সব ঠিক থাকলে, আসছে ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে।