জীবনের চেয়ে বড় কোনো সিনেমা নেই , বললেন কামার আহমাদ সাইমন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই, ২০২৫ এ ৪:১২ এএম
কামার আহমাদ সাইমন  : ছবি সংগৃহীত

কামার আহমাদ সাইমন : ছবি সংগৃহীত

দীর্ঘ দুই বছরের অপেক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নির্মাতা কামার আহমাদ সাইমনের নতুন চলচ্চিত্র ‘অন্যদিন…’। সেন্সর বোর্ডের জটিলতা পেরিয়ে আজ থেকে দর্শক দেখতে পারবেন এই আলোচিত ছবি। কামার আহমাদ সাইমন একজন খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার, যিনি তার ডকুমেন্টারি এবং আর্ট ফিল্মের জন্য আন্তর্জাতিক মহলে পরিচিত। জীবনের বাস্তব গল্পকে অনন্যভাবে সিনেমার পর্দায় তুলে ধরাই তার কাজের বৈশিষ্ট্য।

এক বিশেষ সাক্ষাৎকারে কামার বলেন, “জীবনের চেয়ে বড় কোনো সিনেমা হতে পারে না। আমরা গল্প বলার জন্য সিনেমা বানাই, কিন্তু সত্যিকার গল্পগুলো সবসময় বাস্তব জীবনেই ঘটে।” ‘অন্যদিন…’ ছবিতে তিনি তুলে ধরেছেন সমাজ, মানবিকতা ও ব্যক্তিগত দ্বন্দ্বের গল্প। সিনেমাপ্রেমীদের জন্য এটি হতে পারে এক ভিন্ন মাত্রার অভিজ্ঞতা।