খালেদা জিয়ার মৃত্যুতে আরিফিন শুভসহ শোবিজ তারকাদের শোক

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
৩০ ডিসেম্বর, ২০২৫ এ ৪:১৫ পিএম
চিত্রনায়ক আরিফিন শুভ—খালেদা জিয়ার মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক আরিফিন শুভ—খালেদা জিয়ার মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় তিনি খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করেন।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে আরিফিন শুভ শোক প্রকাশ করেন। তার বার্তাটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

শোকবার্তায় আরিফিন শুভ লেখেন,
“দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার বিদায় দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। আল্লাহ তাঁকে উত্তম মর্যাদা দান করুন।”

আরিফিন শুভ ছাড়াও দেশের বিনোদন অঙ্গনের বহু তারকা খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। শোকবার্তা দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান, সংগীতশিল্পী জেমস, চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, নুসরাত ফারিয়া, আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা এবং চিত্রনায়ক সিয়াম আহমেদ।

এছাড়া নির্মাতা আশফাক নিপুন ও রেদওয়ান রনিসহ শোবিজ অঙ্গনের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা আলাদা বার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি দেশের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনেও নেমে এসেছে গভীর শোক।