কেমন পাত্র চান জানালেন অভিনেত্রী সাদিয়া আয়মান


অভিনেত্রী সাদিয়া আয়মান। ছবি:সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তানিম নূর পরিচালিত সাম্প্রতিক সিনেমা ‘উৎসব’ মুক্তির পর থেকে তিনি দর্শকদের দারুণ প্রশংসা কুড়াচ্ছেন। সিনেমার সংলাপ “ডানা থাকলেই উড়তে হয় না জেসমিন” এখনো দর্শক-ভক্তদের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। নারীর স্বাধীনতা ও সামাজিক বাস্তবতার প্রতিফলন এই সংলাপ দর্শক হৃদয়ে বিশেষভাবে জায়গা করে নিয়েছে।
সিনেমার পাশাপাশি সাদিয়া আয়মান অভিনয় করেছেন অমিতাভ রেজা পরিচালিত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-য়, যেখানে তার অভিনয় সমালোচক ও দর্শকদের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। হাতে আছে আরও কয়েকটি বড় কাজ। ফলে খুব অল্প সময়েই অভিনয় জগতে নিজের অবস্থান সুদৃঢ় করে তুলেছেন তিনি।
‘উৎসব’ সিনেমায় সাদিয়া অভিনয় করেছিলেন ‘জেসমিন’ চরিত্রে—নব্বই দশকের এক সাধারণ অথচ দৃঢ়চেতা নারীর ভূমিকায়। জেসমিনের চরিত্রে দেখা গেছে পারিবারিক টানাপোড়েন, স্বামীর অবহেলা ও সামাজিক কাঠামোর সঙ্গে সংগ্রাম। এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বুঝিয়েছেন, বাস্তব জীবনেও স্বামী-স্ত্রীর সম্পর্কে সমান মর্যাদা থাকা জরুরি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাদিয়া আয়মান জানিয়েছেন, বাস্তব জীবনে তিনি কোনোভাবেই চান না এমন একজন জীবনসঙ্গী, যে তার ক্যারিয়ার বা পড়াশোনাকে বাধাগ্রস্ত করবে। তার ভাষায়, “যে আমাকে বিয়ে করবে, সে জানবেই আমি কী করি, আমার ক্যারিয়ার কী। যদি বিয়ের পর কেউ হঠাৎ বলে কাজ ছেড়ে দাও—আমি সেটা কোনোভাবেই মেনে নেব না।”
অভিনেত্রী আরও বলেন, সাধারণত ক্যারিয়ারের একটি পর্যায়ে গিয়েই মানুষ বিয়ে করে। তিনিও যদি ৩০-এর মধ্যে বিয়ের সিদ্ধান্ত নেন, তখন তার ক্যারিয়ার শীর্ষ অবস্থানে থাকবে। তাই জীবনসঙ্গী নির্বাচনে তিনি বোঝাপড়াকে প্রাধান্য দিতে চান।
‘উৎসব’ সিনেমার কাহিনি দর্শকদের হৃদয়ে ভিন্ন আবেগ ছুঁয়ে গেছে। প্রিয়জনের স্বাধীনতা রোধ না করে তাকে সহযোগিতা করলে গল্পের পরিণতি ভিন্ন হতে পারত—এই বার্তাটিই সিনেমাটিকে বিশেষ করে তুলেছে। ছবিটিতে সাদিয়া আয়মানের সঙ্গে আরও অভিনয় করেছেন জাহিদ হাসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, আফসানা মিমি, আজাদ আবুল কালাম ও সৌম্য জ্যোতি।