কিং খানের সিদ্ধান্তে কি নতুন মোড় আসছে বলিউডে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট, ২০২৫ এ ১০:৩৯ এএম
শাহরুখ খান । ছবি : সংগৃহীত

শাহরুখ খান । ছবি : সংগৃহীত

বলিউডের ‘কিং খান’ খ্যাত শাহরুখ খান মানেই শুধু পর্দায় অভিনয়ের জাদু নয়, অফস্ক্রিনেও তার রসবোধ ও বুদ্ধিদীপ্ত উত্তর ভক্তদের মুগ্ধ করে। সম্প্রতি আয়োজিত একটি ‘আস্ক এসআরকে’ সেশনে আবারও দেখা মিলল সেই চেনা রূপের। হাজারো প্রশ্নের ভিড়ে তিনি একে একে দিলেন মজার ও চমকপ্রদ জবাব। তবে এর মাঝেই এক ভক্তের অবসর প্রসঙ্গে করা প্রশ্ন মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে।

সেশনে ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পুত্র আরিয়ান খানের নতুন সিরিজ নিয়েও নানা প্রশ্ন তোলা হয়। এক ভক্ত শাহরুখের কাঁধের চোট নিয়ে জানতে চাইলে তিনি হালকা রসিকতার ছলে লেখেন, ‘এত বছর ধরে স্টারডমের বোঝা ভালোভাবে বহন করছি। এখন অনেকটাই ভালো আছি। আমার শরীরের খবর নেওয়ার জন্য ধন্যবাদ।’

তবে সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল এক ব্যক্তির মন্তব্য। ওই ব্যক্তি লিখেছিলেন, ‘ভাই, আপনার এখন বয়স হয়েছে। দয়া করে অবসর নিন, অন্যদের সুযোগ দিন।’ এর জবাবে শাহরুখ খান তার স্বভাবসুলভ ভঙ্গিতে লিখলেন, ‘ভাই, যখন আপনার প্রশ্নের শৈশব শেষ হবে, তখন ভালো কিছু জিজ্ঞেস করবেন। ততক্ষণ পর্যন্ত অস্থায়ী অবসর নিয়েই থাকুন প্লিজ।’ তার এই রসিক উত্তর ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অন্যদিকে এক ভক্ত আরিয়ান খানের পরিচালিত নতুন সিরিজ নিয়ে জানতে চাইলে শাহরুখ মজার ছলেই লেখেন, ‘এত মানুষ যখন জানতে চাইছে, তখন নেটফ্লিক্সকে উত্তর দিতেই হবে। ছেলে কাজ করছে, আর বাবা অপেক্ষা করছে।’ এর পরপরই নেটফ্লিক্স তাদের অফিসিয়াল টুইটার থেকে জানায়, ‘ছেলের টিজার প্রকাশের আগে বাবার অনুমতি প্রয়োজন ছিল। প্রথম লুক আগামীকালই আসছে।’

নেটফ্লিক্সের এই টুইট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শাহরুখ ভক্তদের মধ্যে নতুন উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এবং আরিয়ান খানের প্রথম কাজ ঘিরে প্রত্যাশা আরও বেড়ে যায়। একদিকে শাহরুখের বুদ্ধিদীপ্ত উত্তর, অন্যদিকে নেটফ্লিক্সের ঘোষণা— সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয়েছে।