কনার গানে নাচলেন নোরা ফাতেহি, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
১৬ ডিসেম্বর, ২০২৫ এ ৪:২২ পিএম
বলিউড তারকা নোরা ফাতেহি ও কনা

বলিউড তারকা নোরা ফাতেহি ও কনা

সম্প্রতি অন্তর্জালে প্রকাশ পেয়েছে কনার গাওয়া নতুন গান ‘মেহেন্দি’। গানটি মুক্তির পর থেকেই দর্শক-শ্রোতাদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। এই গানের সঙ্গেই এবার নাচতে দেখা গেল নোরা ফাতেহিকে, যা বাংলা সংগীতপ্রেমীদের জন্য বাড়তি চমক হয়ে আসে।

ভিডিওতে নোরার সঙ্গে নাচতে দেখা যায় সানজয়কে। দুজনের সাবলীল ও আনন্দঘন নৃত্য দর্শকদের মুগ্ধ করেছে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সানজয়। কনার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিশ, যা গানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

নোরা ফাতেহির নাচের ভিডিওটি সানজয় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘ওর হাতে মেহেন্দি।’ পোস্ট হওয়ার পর থেকেই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

পোস্ট হওয়ার মাত্র ২০ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ১০ হাজারের বেশি রিঅ্যাক্ট পায়। নোরা ফাতেহি নিজেও ভিডিওটির মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান, যা ভক্তদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয়।

মন্তব্য ঘরে দর্শকেরা নোরার নাচের প্রশংসা করেন। অনেকেই লিখেছেন, ‘নোরাকে বাংলা গানে নাচতে দেখাটা সত্যিই দারুণ।’ কেউ কেউ আবার এটিকে বাংলা গানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতির ইঙ্গিত হিসেবেও দেখছেন।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘মেহেন্দি’ গানটির অফিসিয়াল ভিডিও ইতোমধ্যে ৪২ লাখের বেশি ভিউ অর্জন করেছে। নোরা ফাতেহির নাচের এই ভিডিও নতুন করে গানটির জনপ্রিয়তা বাড়াবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।