অস্ট্রেলিয়ার পাঁচ শহরে কনসার্ট করতে যাচ্ছেন তাহসান


বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান তার গানের ২৫ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে কনসার্টে অংশ নিচ্ছেন। দীর্ঘদিন ধরে ভক্তদের হৃদয়ে স্থান করে নেওয়া এই শিল্পী ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’ নিয়ে সেপ্টেম্বর মাসে এক বিশেষ ট্যুরে যাচ্ছেন।
শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে কনসার্ট ট্যুরের বিস্তারিত জানান তাহসান। সেই পোস্টে উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ সময়সূচি ও টিকিট বুকিংয়ের লিংক। খবরটি ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর অ্যাডিলেডে প্রথম কনসার্ট অনুষ্ঠিত হবে। পরদিন ৭ সেপ্টেম্বর ব্রিসবেনে গান শোনাবেন তিনি। এরপর ১৩ সেপ্টেম্বর সিডনি, ২০ সেপ্টেম্বর মেলবোর্ন এবং ২৭ সেপ্টেম্বর পার্থে অনুষ্ঠিত হবে শেষ কনসার্ট।
প্রবাসী বাংলাদেশিদের জন্য এই কনসার্টগুলো এক বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। ভক্তরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাহসানের লাইভ পারফরম্যান্সের জন্য।










