সংগীতজীবনের শেষ গান প্রকাশ করলেন তাহসান খান


বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান। ছবি: সংগৃহীত
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান কয়েক বছর আগে অভিনয়জীবন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর এবার সংগীতজগত থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন। আগেই জানিয়েছিলেন, আর কোনো নতুন গান প্রকাশ করবেন না। তার গাওয়া সবশেষ গান হিসেবে প্রকাশ পেল ‘প্রাকৃতিক’ শিরোনামের একটি গান।
শনিবার (১৮ অক্টোবর) তাহসানের জন্মদিন উপলক্ষে তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে গানটি উন্মোচন করা হয়। এটি ‘পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট’ প্রকল্পের শেষ গান বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। এর মাধ্যমে সংগীত থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন তাহসান খান।
২০০৩ সালে ব্যান্ড ব্ল্যাকের অ্যালবাম ‘উৎসবের পর’-এর মাধ্যমে প্রথমবার ‘প্রাকৃতিক’ গানটি প্রকাশিত হয়েছিল। তখন গানটি যৌথভাবে গেয়েছিলেন জন কবির ও তাহসান। তরুণ প্রজন্মের কাছে তা রূপ নেয় আবেগ, প্রেম ও বিশ্ববিদ্যালয় জীবনের নস্টালজিয়ার এক সাংস্কৃতিক প্রতীকে।
২২ বছর পর এবার গানটি নতুন সংগীতায়োজনে ফিরে এল শুধুই তাহসানের কণ্ঠে। গানটির কথা ও সুর অপরিবর্তিত রাখা হলেও আধুনিক বাদ্যযন্ত্র, উন্নত সাউন্ড ডিজাইন এবং নতুন মিক্সিংয়ে গানটিকে নতুনভাবে সাজানো হয়েছে। পোরসেলিনা ব্যানারে প্রযোজিত এই গানটির মাধ্যমে প্লেলিস্ট প্রকল্পের সমাপ্তি ঘটল।
তাহসান জানিয়েছেন, এই গান প্রকাশের পর তিনি সংগীতে আর সক্রিয় থাকবেন না। ব্যক্তিগত সময়কে প্রাধান্য দিতেই তার এমন সিদ্ধান্ত।