শবনম ফারিয়ার পোস্টর কমেন্টে যা বললেন সারজিস


সারজিস আলম ও শবনম ফারিয়া। ছবি:সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া দীর্ঘদিন ধরে অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সামাজিক নানা ইস্যুতে সরব ছিলেন তিনি। যদিও সাম্প্রতিক সময়ে অভিনয়ে কিছুটা অনিয়মিত হয়ে পড়েছেন, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি এখনো সমান সক্রিয়।
সম্প্রতি ফেসবুকে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতপ্রকাশ করেছেন শবনম ফারিয়া। শুধু তাই নয়, কোনো ব্যক্তির জরুরি রক্তের প্রয়োজন হলে সেটিও তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন এবং অনুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানান। এতে ভক্তদের কাছ থেকে তিনি প্রশংসাও পেয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে নতুন একটি পোস্ট দেন ফারিয়া। সেখানে তিনি জানান, পরিবারের সদস্যদের নিয়ে কয়েক দিনের জন্য পঞ্চগড় ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেছেন। এ জন্য তিনি নেটিজেনদের কাছে কোনো রিসোর্ট, হোটেল বা স্টে-হোমের পরামর্শ চান।
তার পোস্ট প্রকাশের পর মুহূর্তেই পঞ্চগড় ও আশপাশের স্থানীয় নেটিজেনরা প্রয়োজনীয় সব তথ্য দিতে শুরু করেন। ভ্রমণপ্রেমীরা তাকে বিভিন্ন জায়গায় থাকার প্রস্তাব দেন।
এ সময় মন্তব্য করেন ৩৬ জুলাই আন্দোলনের পর গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রধান সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি লেখেন, “তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, তুলনামূলক ভালো। এছাড়া কয়েকটি এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম।”
শবনম ফারিয়ার পোস্ট এবং সারজিস আলমের মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের যোগাযোগ নতুন পর্যটন সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে।