মুম্বাই বিমানবন্দরে সালমান খানকে দেখে ভক্তদের বিস্ময়

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
৮ ডিসেম্বর, ২০২৫ এ ৫:২৩ এএম
মুম্বাই বিমানবন্দরে নতুন ক্লিন শেভড লুকে হাজির হয়ে চমক দিলেন সালমান খান। ছবি: সংগৃহীত

মুম্বাই বিমানবন্দরে নতুন ক্লিন শেভড লুকে হাজির হয়ে চমক দিলেন সালমান খান। ছবি: সংগৃহীত

মুম্বাই বিমানবন্দরে নতুন এক চেহারায় হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন বলিউড তারকা সালমান খান। দীর্ঘদিনের গোঁফ-ওয়ালা পরিচিত রূপ থেকে বের হয়ে তিনি ক্লিন শেভড লুকে দেখা দেন। বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ে ফেরার মুহূর্তে এই পরিবর্তিত লুকই দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

বলিউডের ভাইজান সম্প্রতি লাদাখে ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার শুটিং শেষ করে মুম্বাইয়ে ফিরেছেন। সিনেমার চরিত্রের কারণে দীর্ঘদিন গোঁফ ও বিশেষ লুক বজায় রাখতে হয়েছে তাকে। কঠিন আবহাওয়া ও অক্সিজেনের ঘাটতি থাকা পরিবেশে শুটিং শেষ করার পরই তিনি নিজস্ব স্বাভাবিক লুকে ফেরার সিদ্ধান্ত নেন। বিমানবন্দরে তাকে দেখা গেছে কালো টি-শার্ট, ডেনিম জিনস ও জ্যাকেট পরা অবস্থায়, আর ক্লিন শেভড চেহারাটি মুহূর্তেই সবার নজর কাড়ে।

তিনি যে সিনেমার কাজ সমাপ্ত করেছেন, ‘ব্যাটল অফ গালওয়ান’ তা নির্মিত হয়েছে ভারতীয় সেনাদের বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে। শুটিংয়ে চরম ঠান্ডা ও প্রতিকূল পরিবেশের কারণে সালমান খানকে কঠোর শিডিউল মানতে হয়েছে। তাই লুক পরিবর্তনের মধ্য দিয়ে তিনি যেন নিজের স্বাচ্ছন্দ্যেই ফিরছেন—এমনটাই মনে করছেন অনেক অনুরাগী।

ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ব্যস্ত শুটিংয়ের পর সালমান খান এখন কিছুদিন বিশ্রামে থাকবেন। এরপরই শুরু হবে তার পরবর্তী কাজের প্রস্তুতি। বয়স সত্ত্বেও তার এই নতুন রূপ নিয়ে নেটিজেনদের উচ্ছ্বাস থামছে না। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলোয় প্রশংসা করছেন ভক্তরা, আর অপেক্ষায় আছেন তার পরবর্তী সিনেমার ঘোষণা শোনার জন্য।