মা হলেন কিয়ারা, পুত্র না কন্যা। সিদ্ধার্থের ঘরে এলো নতুন অতিথি!


কিয়ারা সিদ্ধার্থ : ছবি সংগৃহীত
২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সলমেরে রাজকীয় আয়োজনে বিয়ে করেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। বিয়ের প্রায় দেড় বছর পর তাদের ঘরে এলো কন্যা সন্তান। মঙ্গলবার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে কিয়ারার কন্যা সন্তানের জন্ম হয় বলে জানিয়েছে আনন্দবাজার অনলাইন।
গত মে মাসে মেটা গালায় অংশ নিতে লাল গালিচায় দেখা যায় কিয়ারাকে। তার বেবি বাম্প স্পষ্ট ছিল, তবে এরপর থেকেই মিডিয়ার সামনে আর দেখা যায়নি তাকে। সম্প্রতি হাসপাতালমুখী হতে দেখা গেছে কিয়ারাকে, যদিও প্রতিবারই ছাতা দিয়ে নিজেকে ঢেকে রাখেন তিনি। এমনকি পাপারাজ্জিদের ক্যামেরা দেখে একাধিকবার বিরক্ত হন হবু বাবা সিদ্ধার্থ।
মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালে উপস্থিত ছিলেন সিদ্ধার্থের মা, কিয়ারার বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। সিড-কিয়ারা দম্পতির সংসারে নতুন অতিথির আগমন নিয়ে উচ্ছ্বসিত দুই পরিবার। তারা এখন তিনজনের সুখী পরিবার।
এর আগে মার্চ মাসে একটি ছবি শেয়ার করেছিলেন কিয়ারা ও সিদ্ধার্থ, যেখানে দুটি হাতের উপর একটি শিশুর সাদা মোজা রাখা ছিল। ক্যাপশনে লেখা ছিল, "আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার আসছে শিগগিরই!" অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটলো। জানা গেছে, মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন।
এই জুটির প্রেমের শুরুটা ‘শেরশাহ’ (২০২১) সিনেমার মাধ্যমে, যেখানে ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করেন সিদ্ধার্থ ও তার বিপরীতে ছিলেন কিয়ারা। তবে সূত্র মতে, তাদের প্রথম পরিচয় ২০১৮ সালে 'লাস্ট স্টোরিজ'-এর শুটিং সেটে, যেখানে কিয়ারা কাজ করছিলেন করণ জোহরের পরিচালনায়। এক পার্টিতে প্রথম দেখা, তারপর প্রেম, একসাথে দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ, দুবাই সফর এবং শেষে রাজকীয় বিয়ে।
এখন নতুন পরিচয়ে সিড-কিয়ারা—বাবা ও মা। শুরু হলো তাদের জীবনের এক নতুন অধ্যায়।
আজকের প্রথা/মে-হা