ভারতে শুটিং বাতিল, শ্রীলংকায় ঢালিউডের নতুন ঠিকানা


শাকিব খান। ছবি: সংগৃহীত
চলতি মাসে ভারতে শুটিং শুরুর কথা থাকলেও একের পর এক বাংলাদেশি সিনেমার শুটিং এখন হচ্ছে শ্রীলংকায়। ভিসা জটিলতা ও যাতায়াত সংক্রান্ত সমস্যার কারণে পরিচালক-প্রযোজকেরা ভারতে শুটিংয়ের পরিকল্পনা বাতিল করে বিকল্প হিসেবে শ্রীলংকাকে বেছে নিয়েছেন। এতে নতুন করে আলোচনায় এসেছে ঢালিউডের বিদেশমুখী শুটিং পরিকল্পনা।
বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদের ‘রাক্ষস’—এই দুটি সিনেমার শুটিং হওয়ার কথা ছিল ভারতের বিভিন্ন শহরে। কিন্তু শেষ পর্যন্ত সিনেমা দুটির শুটিং স্থান হিসেবে চূড়ান্ত করা হয়েছে শ্রীলংকা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে ‘রাক্ষস’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, তিনি ইতোমধ্যে পুরো টিম নিয়ে শ্রীলংকায় পৌঁছেছেন। একইভাবে ‘প্রিন্স’ সিনেমার শিল্পী ও কলাকুশলীরাও শনিবার (১০ জানুয়ারি) শ্রীলংকায় গেছেন এবং খুব শিগগিরই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
ভারতে শুটিং বাতিলের পেছনে সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন, ভিসা জটিলতা ও যাতায়াত সমস্যার প্রভাব রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। কলকাতা, মুম্বাই ও হায়দরাবাদের মতো শহরে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও বিভিন্ন প্রশাসনিক জটিলতায় শিডিউল অনিশ্চিত হয়ে পড়ে। ফলে একই ধরনের ভৌগোলিক পরিবেশ ও নিরবচ্ছিন্ন কাজের সুযোগ থাকায় শ্রীলংকাকেই বেছে নিয়েছেন নির্মাতারা।
বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, “ভারতের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক ও শৈল্পিক সম্পর্ক বহু পুরোনো। সাময়িকভাবে সেখানে শুটিং করতে না পারাটা আমাদের জন্য কষ্টের। তবে শ্রীলংকার পরিবেশ ভারতের সঙ্গে অনেকটাই মিল। তাই বিকল্প হিসেবে সেখানে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।”
দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন বা ক্রিকেট সংশ্লিষ্ট ইস্যু—বিশেষ করে আইপিএলে কেকেআর থেকে মোস্তাফিজুর রহমান বাদ পড়ার ঘটনার সঙ্গে শুটিং স্থান পরিবর্তনের কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেন তিনি। হৃদয় জানান, শুরু থেকেই শ্রীলংকাতেও লোকেশন রেকি করা ছিল এবং ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভারতে শুটিংয়ের সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদী।
একইভাবে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার শুটিংও শিগগিরই শ্রীলংকায় শুরু হওয়ার কথা। ইতোমধ্যে সিনেমাটির একটি ইউনিট সেখানে পৌঁছেছে এবং সব প্রস্তুতি শেষ হলে আগামী সপ্তাহ থেকেই ক্যামেরা চালু হতে পারে।
যদিও দুটি সিনেমারই নায়িকা ভারতীয়, তবু শুটিং স্থান হিসেবে শ্রীলংকাকে বেছে নেওয়াকে সাময়িক সিদ্ধান্ত বলেই দেখছেন সংশ্লিষ্টরা। ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ‘রাক্ষস’-এ সিয়াম আহমেদের বিপরীতে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। সব মিলিয়ে পরিস্থিতির পরিবর্তনে ঢালিউডের শুটিং মানচিত্রে নতুন করে যুক্ত হলো শ্রীলংকা।




