বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূর্ণিমা

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
২৬ অক্টোবর, ২০২৫ এ ৩:৪৭ এএম
সামাজিক গুঞ্জনের জবাবে ফেসবুকে স্ট্যাটাস দেন অভিনেত্রী পূর্ণিমা। ছবি: সংগৃহীত

সামাজিক গুঞ্জনের জবাবে ফেসবুকে স্ট্যাটাস দেন অভিনেত্রী পূর্ণিমা। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সম্প্রতি। কয়েক দিন আগে দেওয়া পূর্ণিমার এক আবেগঘন ফেসবুক পোস্ট থেকেই এই জল্পনা তৈরি হয়। বিষয়টি নিয়ে নেটিজেনদের একের পর এক মন্তব্যে আলোচনা যখন তুঙ্গে, তখনই নীরবতা ভেঙে নিজেই মুখ খুললেন অভিনেত্রী।

শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই স্ট্যাটাসের ব্যাখ্যা দিয়ে নতুন আরেকটি দীর্ঘ পোস্ট দেন পূর্ণিমা, যেখানে তিনি স্বামীর আইডিও ট্যাগ করেন। স্পষ্ট ভাষায় তিনি জানান, আগের লেখাটি তার পারিবারিক জীবনের সঙ্গে কোনোভাবেই সম্পর্কযুক্ত ছিল না।

পূর্ণিমা লেখেন, মানুষের চারপাশে থাকা সুযোগসন্ধানী ও স্বার্থপর বন্ধুদের প্রসঙ্গেই সেই স্ট্যাটাসটি দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করে তার ব্যক্তিজীবনের সঙ্গে মিলিয়ে ফেলেছেন। এমনকি কিছু অনলাইন গণমাধ্যম নিশ্চিত না হয়েই চটকদার শিরোনামে সংবাদ প্রকাশ করেছে বলে ক্ষোভও প্রকাশ করেন তিনি।

তিনি আরও লেখেন, ‘আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ব্যক্তিজীবন নিয়ে কোনো ধরনের সংকট নেই। মিডিয়া এবং ভক্তদের দোয়া ও ভালোবাসা আগেও পেয়েছি, ভবিষ্যতেও সেটি অব্যাহত থাকবে বলে আশা রাখি।’

নব্বই দশকের শেষ দিকে অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে পূর্ণিমার। ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে মাত্র নবম শ্রেণিতে পড়া অবস্থায় তিনি রুপালি পর্দায় আসেন। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে তিনি ছিলেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় মুখ। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ ২০২১ সালে মুক্তি পায়।