দ্বিতীয় বিয়েতে নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী শবনম ফারিয়া

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৫ এ ৩:২১ এএম
ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া শুধু অভিনয়ের জন্যই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় আসেন। দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসে তিনি আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন। গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর একটি মসজিদে দুই পরিবারের উপস্থিতিতে সাদামাটা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় এ বিয়ের আনুষ্ঠানিকতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ফারিয়া নতুন জীবনের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন। সেখানে তিনি জানান, জীবনের এক পর্যায়ে যখন তিনি সব আশা হারিয়ে ফেলেছিলেন, তখনই স্বামী তানজিম তৈয়ব তার জীবনে নতুন আলো নিয়ে আসেন।

ভিডিওতে ফারিয়া বলেন, তানজিম খুব ছোট ছোট বিষয় খেয়াল করেন। তার ভাষায়, “কোনো মানুষ যখন অসুবিধায় পড়ে, তখন পাশে দাঁড়িয়ে বলে— ‘তোমার কিছু লাগবে?’— আমি জীবনে আগে এমন কাউকে পাইনি। এই মানুষই প্রথম আমাকে সেই অনুভূতি দিয়েছেন।”

তিনি আরও জানান, “তানজিম আমাকে জিজ্ঞেস করতেন— ‘তোমার এটা করতে অসুবিধা হচ্ছে? আমি করে দিচ্ছি।’ অথবা ‘তুমি যাচ্ছ, তোমার কিছু লাগবে?’— বিষয়গুলো অনেকের কাছে সাধারণ মনে হলেও আমার জীবনে এর মূল্য অনেক বড়।”

শবনম ফারিয়া বলেন, “যখন আমি সম্পূর্ণভাবে হতাশ হয়ে ভেবেছিলাম, জীবনের এই অধ্যায় শেষ হয়ে গেছে, ঠিক তখনই শুরু হলো নতুন এক অধ্যায়।”

এদিকে ফারিয়ার স্বামী তানজিম জানান, তিনি বাংলাদেশের বিনোদন অঙ্গনের সঙ্গে তেমন পরিচিত নন। তিনি ফারিয়াকে চিনতেন না, তবে পরে জানতে পারেন তিনি বেশ জনপ্রিয়। তার মতে, ফারিয়া মানুষ হিসেবে অসাধারণ ও অমায়িক।