জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়েতে গান-নাচে তারকাদের মিলনমেলা

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
১৫ জানুয়ারী, ২০২৬ এ ১০:৫৮ এএম
বিয়ের আসরে ‘লিচুর বাগানে’ গান গেয়ে মাতালেন জেফার রহমান ও প্রীতম হাসান, নাচলেন সাবিলা নূর—ভাইরাল তারকাবহুল আয়োজন।। ছবি সংগৃহীত

বিয়ের আসরে ‘লিচুর বাগানে’ গান গেয়ে মাতালেন জেফার রহমান ও প্রীতম হাসান, নাচলেন সাবিলা নূর—ভাইরাল তারকাবহুল আয়োজন।। ছবি সংগৃহীত

দীর্ঘদিন ব্যক্তিজীবন আড়ালে রাখার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে ঘনিষ্ঠজন ও তারকাদের উপস্থিতিতে জমকালো আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের আনন্দঘন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

বিয়ের অনুষ্ঠানেই বিশেষ চমক হিসেবে জনপ্রিয় গান ‘লিচুর বাগানে’ পরিবেশন করেন জেফার রহমান। মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন বর রাফসান সাবাব। অতিথিদের সামনে লাইভ পরিবেশনায় মুহূর্তেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো অনুষ্ঠানস্থলে।

গানের তালে মঞ্চে নাচতে দেখা যায় সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী সাবিলা নূরকে। তাদের স্বতঃস্ফূর্ত নাচ ও উপস্থিতি অনুষ্ঠানের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। অতিথিরা করতালি ও উচ্ছ্বাসে এই পরিবেশনা উপভোগ করেন।

এই বিশেষ মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন নির্মাতা আদনান আল রাজীব। ক্যাপশনে তিনি লেখেন, ‘হোয়াট আ শো’। ভিডিওটি প্রকাশের পর অল্প সময়েই তা ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, ‘লিচুর বাগানে’ গানটি গত বছরের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা ‘তাণ্ডব’-এ ব্যবহৃত হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান। সিনেমায় গানটির দৃশ্যে অভিনয় করেন শাকিব খান ও সাবিলা নূর, যা দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পায়।

বিয়ের আসরের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এক ঘণ্টার মধ্যেই ভিডিওটি প্রায় আট লাখবার দেখা হয় এবং কয়েক হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে, যা অনুষ্ঠানটির জনপ্রিয়তা প্রমাণ করে।

জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়েতে উপস্থিত ছিলেন মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিন, নির্মাতা শিহাব শাহীনসহ শোবিজ অঙ্গনের বহু পরিচিত মুখ। সবাই নবদম্পতির জন্য শুভকামনা জানান।

পরিচালক আদনান আল রাজীব লিখেছেন, ‘আগামীর জীবন সুন্দর হোক। দুজনের জন্যই রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।’ শঙ্খ দাশগুপ্ত ও শিহাব শাহীনও সামাজিক মাধ্যমে অভিনন্দন বার্তা দেন।

গান, নাচ আর তারকাখচিত উপস্থিতিতে জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের আয়োজন এখন শোবিজ অঙ্গনের আলোচিত ঘটনা। নবদম্পতির এই নতুন যাত্রা নিয়ে ভক্তদের আগ্রহ ও শুভকামনার কমতি নেই